আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত আমি উবুন্ট ইনস্টল করলাম

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
শেষ পর্যন্ত আমি উবুন্টু ইনস্টল করলাম সবার এত এত লিখা পরে পরে নিজেকে আটকাইয়া রাখতে পারলাম না গত কালকে ঘুম আসতেছিলো না রাত ভোর হয়ে গেছিলো মেজাজ ও পুরা খারাপ কি করা যায় বসলাম আবার পিসিতে। লাইভ সিডি আর কত চালাব। দিলাম সেটাপ সেটাপ দেয়া এত সোজা আগে জানলে আরো আগেই সেটাপ করতাম। এক্সপি সেটাপ দিতে আধা ঘন্টার মত লাগে কিন্তু উবুন্টু দেখলাম ১৫ মিনিটের মধ্যেই শেষ অনেক এর দেখলাম মোবাইল দিয়ে উবুন্টুতে নেট পাইতে সমস্যায় পরেন আমার কোন সমস্যাই হয় নাই। আমি নকিয়া এন৭০ দিয়ে নেট পেয়ে গেলাম শুধু বলে দিলাম আমি এই দেশে থাকি এই মোবাইল কোম্পানীর সিম ব্যাবহার করি ব্যাস কাজ শেষ। তবে এখন আমি যেই সমস্যা গুলায় পরবো তা হইলো আমি মোবাইলে যেই নেট ইউস করি তার লিমিট ১গিগা মানে মাসে আমি ১গিগা ডাউনলোড আপলোড করতে পারবো তার থেকে বেশি করলে পার এমবি ২এসআর করে যাবে। তাই আমি চাইতেছি আমার দরকারী সফওয়্যার গুলা আমি অন্য যায়গা থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে ইনস্টল করবো এটা কি করা যায় ?? এমন অনেক প্রশ্ন হয়তো করবো যা শুনে অনেক এই হাসবে গুরুরা হাইসেন না বুঝেনইতো নতুন আমি এমপি৩ গান প্লে করার জন্য কোডেক নামাইয়া নিছি গত কালকে। এখন গান শুনতে পারি, এভিআই ফরম্যাটের ভিডিও গুলা দেখতে পারি অন্যদের বলতেছি একবার ইনস্টল করে দেখন তাইলেই বুঝবেন লিনাক্স কি জিনিষ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।