আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদাতা "শতায়ু হোন"--- অভিশাপ না আশীর্বাদ

সুন্দর স্বপ্ন ।

মনটা সত্যিই খারাপ হ'য়ে গেল । সকাল বেলা একটু কাজে বের হয়েছি । ঈদের আলসেমিটা এখনো কাটেনি তাই জটিলতা কম । অনুভূতিগুলো তেমন ধারালো নয় ।

সকালের রোদও ছিল হালকা সফেদ কাঁশফুলের মত তুলতুলে, মোলায়েম । চা কফি আমায় তেমন একটা টানে না, তবুও "টি-স্টলে" দাড়ানোর ইচ্ছে প্রবল । কারণ সম্ভবত হালকা আড্ডা । সেই সুবাদেই পরিচয় হ'ল ১০২ বছর বয়সী মিসির আলী সাহেবের সাথে (সঙ্গত কারণেই তার আসল নাম দেয়া গেল না) । কথা হ'ল ।

কথা ভদ্রলোক খুব কমই বলেন । কিছু তার কাছ থেকে, কিছু বন্ধুদের কাছ হ'তে জানলাম । তা'তে ব্যাপারটা পুরোপুরি পরিস্কার হ'ল না । তবুও যতটুকু জানতে পারলাম তা আমার মনটাকে কেন জানি খারাপ করে দিল । ভদ্রলোক বেশ শিক্ষিত ।

মাথায় লম্বা বাবড়ি সফেদ সাদা চুল । একটু পেছনে বাকা হয়ে হাটেন । হাতে সুন্দর লাঠি । শুনেছি, তার ছেলেমেয়েরাও শিক্ষিত এবং নিজ নিজ পেশায় সফল, সচ্ছল । তাদের মধ্যে ২জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ১জন প্রকৌশলী ও ১জন ব্যাংকার ।

ভদ্রলোকের স্ত্রী বিয়োগ হয়েছে ১০ বছর পূর্বে । এতদিন ছিল ছেলেমেয়েদের সংসারেই । কি এক অজানা দুঃখে তিনি সব ছেড়ে ফেলে হঠাৎ করেই চলে এলেন জাবির পার্শ্ববর্তী এক গ্রামে । আর সেখানে এসে ৪০/৪৫ বছর বয়সী এক মহিলাকে বিয়ে ক'রে তারই ঝুপড়িতে বসবাস করেন এখন । এ মহিলারও স্বামী গত হয়েছে এক যুগ আগে ।

ভিক্ষা তার আয়ের একমাত্র উৎস । ৮/১০ বছর বয়সী একটি ছেলেও আছে মহিলার । ভদ্রলোক এ মহিলাকে বিয়ে করার পর ৮/১০ বছর বয়সী ছেলেটিকে নিয়ে সপ্তাহে ৩/৪ দিন ভিক্ষে করেন । আর সময় সুযোগ পেলে ''টি-স্টলে" বসে চা পান করেন । একদিন নানা কথার ফাঁকে ভদ্রলোককে প্রশ্ন করিঃ "আপনি এখন কেমন আছেন ?" প্রশ্ন শুনে ভদ্রলোকের মুখ উদ্ভাসিত হ'ল ।

আলোকিত হ'ল তা'র চোখ । আমার তাই মনে হ'ল । মৃদু হেসে তিনি সহজ সুন্দর ভাবে বললেনঃ ''বিগত ১০ বছরের তুলনায় স্বর্গে আছি । " তার উত্তর আমার মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি করে । অজানা আশংকা সৃস্টি করে ।

দ্বিধান্বিত হই । প্রশ্ন জাগে......" হায়! না জানি কত অজানা কস্ট নিয়ে আমাদের জন্মদাতা মাতাপিতা আমাদের সাথে এখনো আছে । "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।