"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)
সুমনুসংলাপ-১
সুমনুসংলাপ-২
সুমনুসংলাপ-৩ সুমনুসংলাপ-৩
মেয়েঃ দ্যাখো আকাশটা কী নীল !!
ছেলেঃ হ্যাঁ ! ঠিক আমার মতো ।
ঃ তোমার মতো মানে ?
ঃ আমার মতো মানে আমার মতো নীল.. ..
ঃ তুমি নীল কেন? আগে ছ্যাঁকা ট্যাকা খেয়েছ না কী ?
ঃ সবার জীবনেই ওরকম দু’একটা ঘটনা থাকে.. ..তোমারও নিশ্চয়ই আছে.. ..
ঃ নাহ। আমার জীবনে নাই । আর আমি ছ্যাঁকাও খাই নি.. . তোমার মতো নীলও হইনি.. ..
ঃ হ্যাঁ হতে পারে । মেয়েরা ছ্যাঁকা খায়না মেয়েরা ছ্যাঁকা দেয়.. ভালই হল তাহলে । তুমি নানান রঙ এ রঙ্গিন আছ।
ঃ তা ঠিক । একেবারে রংধনুর মতো !!
ঃ বলছ কী ? তাহলে তো সর্বনাশ !!
ঃ কেন? সর্বনাশ কেন?
ঃ সব শেষ
ঃ মানে ?
ঃ আমি নীল.. .. তুমি রংধনু.. .. জান না “নীল আকাশে কখনো রংধনু ওঠে না।”
[মেয়েটি বাকরুদ্ধ হয়ে যাওয়ায় সংলাপটি এখানেই শেষ।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।