আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
শীত এসেছে এখন দেখি কুয়াশা-ঝরা ভোর
খেজুর-রসে বুক ভরে যায়
হিমেল হাওয়া গান গেয়ে যায়
ধান খুঁটে খায় হাঁস-মুরগী, ধানের ঘরদোর।
শীতের দোলায় সরষে-ক্ষেত ঝিলমিলিয়ে হাসে
দূরের গ্রাম আবছা এখন
ঠিক মনে হয় ছায়ার কাঁপন
দিঘির জলে ভাপ উঠেছে শীতালী উল্লাসে।
শীত এনেছে পিঠেপুলি, মিঠেল রোদের ভাব
চিকন হয় পাখপাখালি
খসখসে হয় মানুষ খালি
পৌষালী আর ছেলেমানুষী আমাদের স্বভাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।