আমাদের কথা খুঁজে নিন

   

৩৩ বছর .... একটি অনুগল্প

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

৩৩ বছর বয়সের প্রেম কি জানেন ? দয়া করে খোলামেলা মতামত জানান --- এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন ১৫ টি মন্তব্য১২৭ বার পঠিত, আপনি রেটিং দিতে পারবেন না পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি ১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৯ চাচামিঞা বলেছেন: ৩৩ বছর বয়সের প্রেম তো খুবই জটিল কিছু হবার কথা। হঠাৎ এটা যানতে ইচ্ছে হলো যে? বিষয়টা কি? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৫ বেয়াকুফ বলেছেন: ৩৩ বচর তেমুন বয়স না, সিরিয়াসলি। পরকীয়া না হইলে, বিয়া না ক ল্লে, এইটারে পজিটিবলি নিতে পরবেল কোথায়? এইটাও যৌবনের টাইম। আর প্রেমে পড়তে বয়স ফেকটর নাকি? তাইলে আমাগো হুমায়ুন আহমেদের কি হইবে? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৫ ম. ন. আলম ফরিদ বলেছেন: কৌতুহল আর কি? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৫ অরণ্য আনাম বলেছেন: আমার ভাই এখানো ৩৩ বছর হয় নাই তবে অতদিন বাঁচবো কী না জানি না জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৫ সায়েন্স জোন বলেছেন: ফাইজলামোর একটা লিমিট আছে আপনে দেখি আনলিমিটেড......... এই সব পালমামী মার্কা ব্লগ+ব্লাগারকে ঈদের দিরে ও কইসা মাইনাচ......... আরে মিয়া মন্তব্য পাবার লাগি আর কত ব্লগ লিখবেন...................... ভালঅ ব্লগ লিখেন মানুষ মন্তব্য এমনিতেই করবে.......................... নিজে ২০ লাইন লিখি দেন মন্তব্য চান সেটা অন্য কথা.......... নিজে কিছূ না লিখেই মন্তব্য চান কেন ? যান ভাগেন আপনারে ঈদের গোস্ত দিমুনা........... জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৮ ম. ন. আলম ফরিদ বলেছেন: ভাই সায়েন্স জোন - আপনি কি একটা কোকাকোলা না কি? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩২ কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: ৩৩ বছর হয়ে গেল কেউ কথা রাখেনি--------------কেউ কথা রাখেনি---পড়েন। আর ক্লু দিমুনা জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯ সায়েন্স জোন বলেছেন: নারে বাই আইজ কাবাব বানামু সন্ধ্যায়... খাবেন নি ? Click This Link জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫১ কালপুরুষ বলেছেন: ৩৩ বছর বয়েসে প্রেম করার কোন সুযোগ হয়নি- কারণ তার অনেক আগেই মাথায় বিবাহিতের মুকুট পড়েছিলাম।

সেই মুকুট এখনো অক্ষত আছে- কাউকে হস্তান্তর করার সুযোগ হয়নি, হতে দেয়ওনি। মুকুটটা সোনার বিধায় ঔজ্জ্বল্য আগের মতোই আছে, তবুও মাঝে মাঝে তেঁতুল পানিতে ডুবিয়ে ঔজ্জ্বল্যটা ধরে রাখি। তবে ৩৩ বছরেও যে মুকুট পড়তে পারেনি তার কপালে সোনার মুকুট জুটবে কিনা বলা মুশকিল কারণ সোনার মূল্য দিন দিন বাড়ছেই। আর রূপার মুকুট পড়লে কালচে ভাব হবার সমূহ সম্ভাবনা। ঔজ্জ্বল্য বজায় রাখতে নিয়মিত ঘষতে হবে।

সেখানে তেঁতুল জলে কাজ হবে কিনা বলতে পারছিনা তবে কেমিক্যাল ব্যবহারে মুকুটের গুনাগুন অক্ষত রাখে বেশ জটিল কাজ। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ১০. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭ ভেংচুক বলেছেন: ইউ আর একসফায়ারড জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ১১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪ আহসানুল কবীর তুহিন বলেছেন: এই বয়সে বউএর সাথে ছাড়া প্রেম সম্ভব না আর পরকিয়া সম্ভব অল্প বয়সে জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ১২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১১ সোহান বাশার বলেছেন: হা হা হা জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ১৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩ ময়ুরবাহন বলেছেন: আমার বন্ধুর (বয়সে অনেক বড়ো) বয়স ৩৪ । কিন্তু তার মন খুবই সবুজ। বিয়ের জন্য এখনো ২২ বছরের পাত্রী খুঁজছে। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ১৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪ অদ্ভূত একজন বলেছেন: বর্তমানে এই প্রযেক্টেই আছি।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ১৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৫ ম. ন. আলম ফরিদ বলেছেন: সুমনের বিখ্যাত গানটা কিন্তু ৩৩ বছর বয়সের লেখা (প্রথম আমি তোমাকে চাই... দ্বিতীয়ত আমি ......... শেষ পর্যন্ত তোমাকে চাই) একটা অনুগল্প বলি। আমি তখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অনার্স শেষ বর্ষ পড়াশুনার খুব চাপ। আমার এক বান্ধবী হানা (ছব্দ নাম - আসল নামটা বলার যাবে না) খুব স্মার্ট এবং সুন্দরী। আমারা সবাই তার পানি প্রার্থণা করে বিতারিত।

ডিপার্টমেন্টে এক নতুন লেকচারার যোগদিলেন। হানার সবকিছুই বদলে গেল। আমার সাথে রাজনৈতিক কারনে নতুন স্যারের যোগাযোগ ভাল ছিল। হানা আমার কাছে কাছে ঘুরঘুর করতে লাগল। আমি মনে করলাম এবার বোধহয় আমার কপালে প্রেম এসেগেছে।

ইতিমধ্যে আমি কয়েকটি কবিতাও লিখে ফেলেছি। কিন্তু আমি ৩৩ বছরের কাছে একদম ধরাশায়ি হলাম। ক্যাম্পাস কাঁপিয়ে হানার সাথে নতুন স্যারের প্রেম হল। ৩৩ বছরের প্রেম বলে কথা ..... তার কাছে আমরা কারা. এখন আমার বয়স ৩৩। আমিও কি ............ জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।