আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...
আজ আমার ছোটবোন হঠাৎ প্রশ্নটা করে বসলো, "যদি নির্বাসিত হও, সাথে কি নিবে?" সাথে শর্তও দিলো বাবা-মা, ভাই-বোন ছাড়া বলতে হবে।
আমি তো মহাচিন্তায় পড়ে গেলাম! কি নেই সাথে! ওর শর্ত অনুযায়ী বাবা-মা'কেও তো নেয়া যাবে না! হুমম্...
অবশেষে মাথায় বুদ্ধি এলো!
বললাম, "আমাদের বাসার বুয়াকে সাথে নিয়ে যাবো! ফলে যেখানেই যাই, খানাদানা'র কোনো চিন্তা থাকবে না! শাক, লতা, পাতা, কচু, ঘেচু অন্তত কিছু তো রেঁধে খাওয়াবে!"
আমার কথা শুনে বুয়া বললো, "আফা আফনে আমারে এত বালাবাসেন!"
হিঃ হিঃ অবুঝ বুয়া কিছুই বুঝে না!!!
আপনাদের'কেও একই প্রশ্ন করছি, যদি নির্বাসিত হন, সাথে কি নিবেন? একটু ভেবে বলুন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।