আমাদের কথা খুঁজে নিন

   

এক খান সেট কিনিবার খায়েশ হইয়াছে

বিজ্ঞাপনঃ http://bdeconomy.blogspot.com/

আমি এক খান সেট কিনিবার চাই। বাজ়েট ১৫০০০-২০০০০ টাকা নিমোক্ত বিষয় সমুহ থাকা ডা অতিব জরুরিঃ ) বাংলা ব্লগ পড়া যাইতে হইবে (ইউনিকোড সাপোটের্ড) ) বাংলা পেপার পড়া যাইতে হইবে (এম্বেডেড ফন্ট) ) এম এস ওয়ার্ড, পীডিএফ (কুইক অফিস) ফাইল পড়া যাইতে হইবে ) কম্পিঊটার কি বোর্ড ইউস করার সুবিধা থাকতে হবে ) সুপার ডুপার হাই ক্লাস এডজ সাপোটের্ড হইতে হবে ) ক্যামেরা কোয়ালিটি কমপক্কে ৩ মেগা পিকচেল হইতে হবে ( দামে না বনলে 2 MP, 1600x1200 pixels) + ফ্লাশ ) ভিডিও কমপক্কে ৮০০*৬০০ হইতে হবে। মোটামুটি হলে চলবে, ফাইডা ফুইডা গেলে হইবো না ) স্ক্রিন সাইজ 320 x 240 হইলে হয় ) গান শোনা টা অতীব জরুরি না ) Symbian OS হইতে হবে ) battery life চরম হইতে হইবো আমার এগুলা হইলেই হয়। এহন আপনার পরামর্শ দেন, না দিলে ছিল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।