আমাদের কথা খুঁজে নিন

   

দর্শনার্থিদের ভিড়ে শ্রীমঙ্গল লাউয়াছড়া ফরেষ্ট বিট সয়লাভ।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

ঈদের খুশি বাঁধ ভেঙ্গেছে, সবাই প্রকৃতির খোজে অরন্যচারী হতে লাইয়াছড়া ফরেষ্ট বিটের গভীরে নিজেকে বিলিয়ে দিতে ব্যাস্ত। শিশু কিশোরদের যে কি আনন্দ।সারা দিন রিকসা অথবা হেটে ঘুরে ফিরে ঐ এক জায়গা শ্রীমঙ্গল ফরেষ্ট বিট। চারিদিকে সবুজের হাতছানী।চা বাগান আর পাহারী ঝর্না মানুষকে মন মুগ্ধ করে রেখেছে। এ এক অন্য রকম শ্রীমঙ্গলের মানুষের ঈদ। অন্যদিকে আছে হাইল হাওল তার নিজস্ব শীতের সাজে সেজেছে।বাইক্কাবিলের অভয় আশ্রমে মিলিত হয়েছে হাজারো অতিথি পাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।