আমাদের কথা খুঁজে নিন

   

আমার কোন কথা নাই, তবু এত কি কইতে চাই?

সুখীমানুষ

মাঝি ও মাঝি... সাঝের লাল সূর্য্য ডুবে যায় তুমি কই যাও? মাঝি ও মাঝি... নদীর জলে পথ এঁকেছে চিকিমিকি আলো এই পথ ধরে বেয়ে কূলে আসো। আমার কোন কথা নাই, তবু এত কি কইতে চাই? কি ক'ব আমি? আমাকে কেউ কিছু বলার নাই, তবু কেন শুনতে চাই? কি শুনবো আমি? মাঝি ও মাঝি... তীরে এসে এই সাঝের মায়ায় দু'টি কথা বলে যাও তীরে এসে এই সাঝের মায়ায় দু'টি কথা শুনে যাও। ১০-১২-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।