কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
মাঝে মাঝে খুব বেপরোয়া হয়ে উঠি, কি হবে এই বিবাদ বিসম্বাদে, কেন মানুষ এগুলো করছে। কিন্তু যেই না বাস্তবতার খোঁচা খাই, অমনি যেন তন্দ্রা থেকে চমকে উঠি। হাঁ, এটাই পৃথিবী। তথাপি বহু দিন থেকে ভাবছি, ব্লক করা ব্লগারদের ব্লক উঠিয়ে দেব, সব সময় হয়তবা গালাগাল করার মুডে থাকে না, তাই কখনো ভালো শব্দাবলী ব্যবহার করে কোন মন্তব্য লিখতে চাইলেও তা পারছে না।
আজ হঠাৎ মনে পড়ে গেল, তদুপরি ঈদুল আযহা।
যতদূর সম্ভব করতে পেরেছি, ব্লক করা সকলের নিক থেকে ব্লক উঠিয়ে নিয়েছি। আন্তরিক ভাবে আশা করবো গালাগাল যুক্ত মন্তব্য আর পাবো না, সাথে সাথে পাবো না বিকৃত মন্তব্যও।
সহব্লগার হিসেবে আমি খুব একটা মিশুক নই, যা আমার বাস্তবতা। তাই হয়ত হৈচৈ করে একটা বন্ধুগ্রুপ তৈরী করতে পারিনি। তবে অনেকের ভালবাসা পেয়েছি, অনেকের কাছ থেকে সংশোধনী এবং অনেকের কাছ থেকে প্রচুর গালাগাল-হামকিধমকি।
ভুলে যেতে চাই সব। চরিত্রে তা ধারণও করি, একটুকরো মিষ্টি হাসি অনেক কিছু বদলে দেয়ার ক্ষমতা রাখে।
এখনো মাঝে মাঝে ভাবি, যেতে তো হবেই, যদি হঠাৎ একদিন চলে যাই পৃথিবী ছেড়ে, পড়ে থাকবে ব্লক করা বহু ব্লগার বন্ধুরা; যারা হয়ত একটু স্মরণ করতেও দু'টো শব্দ লিখতে পারবে না। পৃথিবীতে শেষ দিনটিই আমাদের জন্য শেষ, তারপর আর কোন ফিরে আসা নেই। তবু কেন যে ভুলে থাকি আর মেতে উঠি পার্থিব এই কাঁচের সিঁড়ি নির্মাণে, যা একদিন ভাঙ্গবেই ভাঙ্গবে, একদিন আমি নিঃশেষ হবোই হবো!
ঈদ মোবারক সকলকে, ভালো থাকুন সবাই।
বি.দ্র.: তবে সা.ই কর্তৃপক্ষ একটু আগেও একটা বড় ধরনের আঘাত দিল। ভুলতে চাইলেও ভুলতে দেয় না কেউ কেউ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।