আমাদের কথা খুঁজে নিন

   

সফল মানুষকে সম্মান করতে না জানাটাও অসভ্যতা

ক খ গ ঘ ঙ

আজ সারাদিন ব্লগে অনেক লিখা পড়লাম - কোরবানী, বর্বরতা, অসভ্যতা, ধর্মান্ধতা ইত্যাদি বিষয়ে। অনেক অসম্মান জনক মন্তব্য দেখা গেল নবী রাসুলদের সম্পর্কে। যারা এই মন্তব্য গুলো করেছেন তাদের অবস্থান কি এই পৃথিবীতে তা আমার জানা নাই, তবে নিশ্চিত করে জানি - নবী রাসুলরা অনেক সফল মানুষ ছিলেন। তাদের কোটি কোটি অনুসারী, শত শত বছর ধরে। এই অনুসারীদের মধ্যে অনেক মানুষ আছেন যারা মানব সভ্যতার পথ পরিক্রমায় অনেক অসামান্য অবদান রেখেছেন।

মুসলমানরা নবী রাসুলদের সফলতার পিছনে আল্লাহর সাহায্য আছে বলে মনে করেন। কিন্তু যারা তা বিশ্বাস করেন না - তাদেরকে মানতেই হবে যে এ সকল মহাপুরুষ অনেক বেশি সফল কোন অলৌকিক শক্তির সাহায্য ছাড়াই। সফল মানুষকে সম্মান করতে জানাটাও সভ্যতার অংশ। নবী রাসুলদের সম্পর্কে অসম্মান জনক কথা বলার আগে তাদের ভাবতে হবে কোথাও কোন বুঝার ভুল আছে কিনা, কারন নিজের বুঝার ক্ষমতার উপর আস্থা রাখার মতো কোন অবদান বা প্রমান তারা এখনো দিতে পারেন নি - নবী রাসুলদের সফলতার সাথে তুলনা করলে তো বটেই, এমনকি তাদের অনুসারীদের সাথে তুলনা করলেও। সমাজে ভালো ভাবে বসবাস করার জন্য সভ্য সমাজে আমারা কিছু নিয়ম মেনে চলি - এটা সভ্যতার শিক্ষা।

অন্যকে অসম্মান করে কথা বলে উত্তেজনা সৃষ্টি করাটা সভ্য সমাজের রীতি নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।