আমাদের কথা খুঁজে নিন

   

২৬/১১ মুম্বাইতে তুকারাম ওম্বলে ।

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেও তুকারাম ওম্বলে ছাড়েননি আজমলকে । এ কে ৪৭ থেকে উড়ে আসা সমস্ত গুলি বুক পেতে সামলেছিলেন । গুলিতে ঝাঁঝরা শরীর মাটিতে লুটিয়ে পড়েছিল । তবু জীবনের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছিলেন মুম্বাইয়ের হিংস্র সন্ত্রাসবাদী আক্রমণের একমাত্র ধৃত উগ্রপন্থী মহম্মদ আজমল আমির ইমনকে ।

সম্প্রতি সহকারী সাব-ইন্সপেক্টর হিসাবে পদোন্নতি হয়েছিল তুকারাম ওম্বলের । ৪৮ বছরের এই অসমসাহসী মানুষটি নিজের জীবনের পরোয়া না করেই মুখোমুখি হয়েছিলেন আজমলের । মুম্বাইয়ে উগ্রপন্থী হামলার উত্তেজনা যতো থিতিয়ে আসছে,ধীরে ধীরে বেরিয়ে আসছে নিরাপত্তাকর্মীদের লড়াইয়ের কথাও । মুম্বাইয়ে উগ্রপন্থী হামলার দিন ওম্বলে তাঁর ওয়াকি-টকিতে বার্তা পেয়েছিলেন,কয়েকজন উগ্রপন্থী একটি স্কোডা গাড়ী ছিনতাই করে নিয়ে গির গাউম চৌপট্টির দিকে ধেয়ে যাচ্ছে । যাওয়ার পথে আজমলরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ছিল ।

ওম্বলেও দ্রুত এই উগ্রপন্থীদের তাড়া করেন । এই বার্তা পৌঁছেছিল ডি বি নগর পুলিস থানাতেও । থানার কর্মীরা দ্রুত রাস্তা আটকাচ্ছিলেন যাতে উগ্রপন্থীদের গাড়ি বেরিয়ে যেতে না পারে । বার্তা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই উগ্রপন্থীদের ছিনতাই করা গাড়িটিকে দেখা যায় । গাড়িটা তাঁদের কাছাকাছি এসে থমকে যায় এবং গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে ।

সেটা ঘোরাতে গিয়ে রাস্তার রেলিঙে ধাক্কা খাওয়ায় গাড়ি থেকে নেমে আসে আজমল । সে এমন ভাব করে যেন সে আত্মসমর্পণ করছে । কিন্তু আচমকাই পথ আটকে দাঁড়িয়ে থাকা পুলিসকর্মীর দিকে তার বন্দুকের নলটি ঘুরিয়ে মুহুমুর্হু গুলি ছুঁড়তে শুরু করে দেয় । এই সময় আজমলের মুখোমুখি দাঁড়িয়ে যান ওম্বলে । দাঁড়িয়ে থেকেই আজমলের এ কে ৪৭ বন্দুকের নল দু'হাতের শক্তি দিয়ে চেপে ধরেন তিনি ।

নৃশংসের মতো ঐ অবস্থাতেই গুলি চালিয়ে যায় আজমল । গুলির বৃষ্টি নিজের গায়ে ভরে নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুকারাম ওম্বলে । একদিকে নিজের সহকর্মীদের সামনে দাঁড়ালেন ঢাল হয়ে । আবার অন্যদিকে আজমলকে এতো শক্ত করে ধরে ছিলেন যে সে আর পালানোর পথ পায়নি । অন্যান্য পুলিসকর্মীরা ততক্ষণে আজমলের অপর সঙ্গীর উপর গুলি চালাতে শুরু করে দিয়েছিলেন এবং ঐ গুলিতে প্রাণ যায় ঐ সন্ত্রাসবাদীর ।

পুলিসের জালে ধরা পড়ে আজমল । তুকারাম ওম্বলের জীবনের বিনিময়ে । সেলাম সিপাহী তোমাকে সেলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।