আমাদের কথা খুঁজে নিন

   

অথ দাম্পত্য বিষয়ক--৯

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

দু-দুটো ছুটির দিন গেল তবু দাম্পত্য-বিষয়ক কোন পোস্ট দিতে পারলাম না। না,ভাঁড়ার এখনও শূন্য হয়নি।

কালকের সারাদিন গেছে কাজে, আজ সকাল থেকে কারেন্ট নেই। যতক্ষণ পেরেছি ইনভার্টারের সাহায্যে চালিয়েছি। তারপর অনন্ত অপেক্ষা, কখন দেয় সুন্দরী দেখা। তাই বুঝি গ্রামবাংলার মেয়েরা একটা কথা বলে---তাকিন তাকিন চোখের ক্ষয় পরভরসা কিছুই লয়। বিজলী-সুন্দরীর প্রতীক্ষায় আমারও চোখ ক্ষয় হবার অবস্থা।

অবশেষে তিনি এলেন এতক্ষণে। বাপের বাড়ি থেকে যেমন বউ আসে মিষ্টি হেসে, এ-যেন ঠিক তেমন-ই আসা। বউ-কে দেখে মনে যেমন পুলক জাগে আমারও তেমন জেগেছে এখন। জানতে ইচ্ছে করছে আমার শ্বশুর-শালারা সব ভাল আছে তো ? বিজলী-সুন্দরী অশরীরী তাই প্রতিবাদ করতে পারে না। রক্তমাংসের নারী হলে নিশ্চয় বলতো-- খোঁজ নিতে হলে যে-কোন একজনের নাও, দু-জনের কথা একসঙ্গে যদি জানতে চাও, তবে কেমন গালি-গালাজ মনে হয় ।

এই-রে দেখছেন নিজের অজান্তেই কেমন একটা গালি লিখে ফেলেছি, ভাগ্যিস বউয়ের সামনে এমনতর কথা উচ্চারণ করি না। করলে কি হতো বলুন তো-- তেমন কিছুই না আমার প্রোফাইলের ফটো আর কনিস্কের মধ্যে কোন পার্থক্য খুঁজে পেতেন না আপনারা। আগামী-তে যখন কালের ইতিহাস লেখা হবে, তখন হয়তো কোন তরুণ ব্লগার লিখতেন, তুষার আহাসান নামক এক ব্যক্তি সা-ইন ব্লগে লিখতেন,কনিস্কের মতো তাঁরও মাথা ছিল না। হ্যাঁ, ভাই এবং আইবুড়ো ভাইয়েরা,বউয়ের কাছে জীবনে ভুলেও কখনও শ্বশুর এবং শালা সংবাদ একবাক্যে নেবেন না । মনে রাখবেন উচ্চারিত বাক্যে বউয়েরা কখনও কমা -সেমিকোলন- হাইফেন-আন্ডার স্কোরের ধার ধারে না, নিজেদের জ্বিভের ধারের উপরে তো অনেকেই ১০০০শতাংশ বিশ্বাসী।

যদি নেন কনিস্কের দশা হওয়া বিচিত্রকিছু নয়। তারচেয়ে অ-শোক হোন। বিয়ে হয়েছে বলে শোক করবেন না, হয়নি বলেও শোক পালনের প্রয়োজন নাই। কপাল যার পোড়ে বিনে আগুনেই পোড়ে। যাইহোক, আমাদের ভাষায় শালা একটা সমন্ধ বিষয়ক সম্বোধন, আবার গালিও।

বউয়ের বয়সে বড়ো ভাই-কে আমারা সমন্ধি বলি,ছোট ভাইকে বলি শালা। সেই শালা-কে নিয়ে বনফুল কি লিখেছেন দেখুন--(হ্যাঁ,বিখ্যাত সাহিত্যিক বনফুল) শালা সামান্য মানুষ নহ নহ শুধু গৃহিনীর ভ্রাতা হে শ্যালক, হে স্বভাব শালা বহু দেশে বহু বেশে বহুবার দেখেছি তোমারে রচিয়াছি তব জয়মালা দুনিয়ার যত নদী-নালা হে শ্যালক, হে অনন্ত শালা। (বনফুলের লেখার পর অধমের আর কিছু বলা মানে ধৃষ্টতা, তাই শালা-শালী বিষয়ক কিছু কথা আগামী পোস্টে বলবো আশা রাখি, মহিলা-ব্লগারদের কাছে আমার নিবেদন,আমার এই পোস্ট শুধুমাত্র নির্মল হাসির অভিলাষে, জরিপ করে দেখতে পারেন আমি এক ইঞ্চি-ও নারী বিদ্বেষী নই, প্রমাণের মাপকাঠি=তাই তো এক ভদ্রমহিলার সঙ্গে ১০ বছর সুখ+দুঃখের সংসার করছি, আজ তাহলে এই পর্যন্ত-ই,অথ দাম্পত্য-বিষয়ক-চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।