আলো অন্ধকারে যাই...
''It is dismal coming home, when there is nobody to welcome one! ''
না, আমাকে ওয়েলকাম জানাবার জন্য অন্তত আমার মা জেগে থাকবেন। কাজেই ঘরে ফেরা বরাবরই আমার জন্য অন্যরকম একটা আনন্দ। প্রাইভেট সেক্টরে চাকুরী করি। দুই ঈদ ছাড়া লম্বা ছুটি মেলা ভার। তাই ঈদের ছুটিটা বিশেষতই বিশেষ।
কোরবানী'র ঈদ নিয়ে আমার খুব সিম্পল কয়েকটা অবজারভেশন শেয়ার করতে চাই আপনাদের সাথে।
১। ঈদের ফজিলত কিংবা ধর্মীয় আদর্শের চেয়ে একঘেয়ে জীবন থেকে কয়েকদিন হাঁফ ছেড়ে বাঁচাটাই অনেকের কাছে মুখ্য।
২। কে কত বড় সাইজের গরু/খাসী কোরবানি করলো...কত দামে কিনে এটা আজকাল একটা অসুস্থ সংস্কৃতিতে রুপ নিয়েছে।
৩। আমরা যারা শহর থেকে গ্রামে যাই ঈদ করবার জন্য...তারা মুলত: এক অর্থে আমাদের অর্থ, বিত্ত আর জৌলুস দেখিয়ে গ্রামের মানুষকে লোভী করে দিয়ে আসি। নিজের অজান্তেই তাদেরকে মেসেজ দিয়ে আসি....'তোমরা শহরে এসো, শহরের জীবনটা ভোগের, উপভোগের !'
এমন করে লিখলে অনেক নেগেটিভ কথাই বলা যাবে। থাক। ঈদ সবসময়ই অনেক আনন্দের, মজার।
আমরা যেন কোরবানীর ঈদের মূলমন্ত্র 'ত্যাগ' এর কথা ভুলে না যাই। মজা তো করবোই। সাথে সাথে আমার প্রতিবেশী গরীবদের দিকেও যেন একটু খেয়াল করি, খেয়াল করি আমাদের ঘুনে ধরা সমাজটার দিকেও।
সামনে জাতীয় নির্বাচন। বাড়ী গিয়ে যেন আমরা সামনের নির্বাচনে আমাদের নিজ নিজ এলাকা থেকে সৎ, যোগ্য পার্থী নির্বাচনে ভূমিকা রাখতে পারি।
সকল ব্লগার বন্ধুকে অশেষ শুভকামনা জানাই, ঈদ মোবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।