আমাদের কথা খুঁজে নিন

   

কল অফ ডিউটি : ওয়ার্ল্ড এট ওয়ার

সবাইকে রমজানের শুভেচ্ছা.....

ইহা একই শিরোনামে আমারব্লগেও আছে main link http://amarblog.com/sa_rocky/27374 যুদ্ধবাজ গেমগুলানের মদ্যে সবচে নতুন বাজারে বাইর হলো “কল অব ডিউটি : ওয়ার্ল্ড এট ওয়ার” কল অব ডিউটি or COD সবচে নতুন সংযোজন এটা। এর আগের ডা চিল ‘কল অব ডিউটি ৪ : মর্ডান ওয়ারফেয়ার’ আগের ডা নিয়া মুসাব্বির বাই লেকচেন। http://amarblog.com/musavvir/27343 হেডা ছিল মারাত্নক জটিল গেম। কি কমু বাইরা চোখের পাতা পড়েনাই। আইস্যা যাই হোক লাইনে আসি।

কাহানী আব দ্যা গেম: ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন কয়জন সৈনিকের গটনা নিয়া এই গেম। আপনে খেলার সময় মনে অইব আপনেই সে সৈনিক। শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি গেমটা ছেড়ে বাথরুমেও যেতে চাইবেননা। আরে আমি তো পুরা টানা ছ’ঘনটা খেললাম।

তয় কইলাম আপণে হতে হবে ১৮+। কেননা রিয়েস্টিকি কিলিং। সাউনড ইফেক্ট, কি কমু বাই। গেম খেলনের সময় আপনার ছোড বাই বোনরে দুরে রাকবেন। গেমের ইফেক্ট জঠিল বাই।

যেমন গেম তেমন গ্রাফিক্স। পানি দেকলে মনে অইব লাফ দিয়া আগে গোশল করি, যুদ্ধ হরে আইব। আমার মতে। ১। গেমপ্লে : ফুল মজা।

২। গ্রাফিক্স : হেব্ভি। কেও হাতশ নহে। লোয়ার রা কিছ মিস করতে পারেন। ৩।

সিনেমাটিক : আপনি নায়ক। এক্কারী দুণিয়ার কতা ভুলতে পারেন। ৪। কন্ট্রোল : First Person Shooting. Default Control ই চলবে। ৫।

সাউন্ড: অসাধারণ রিয়েলিস্টিক। স্কোর গেমপ্লে : ৮.৩ গ্রাফিক্স: ৮.০ কাহানী: ৭.৫ সাউন্ড: ৮.৯ গড়: ৮.২ আরো যা যা রয়েছে। কাহাণী বেসড আপন ২য় বিশ্বযুদ্ধ। এক এক লেভেলে এক এক মজা। কখনো আপনি বাঙকার উড়াবেন।

কখনো বা টাইমবম্ম ফিট করবেন। গাছের উপর শত্রু আচে। সাবদান। ঘাসের ভেতর, ক্ষেতের মাঝে। সবজায়গায়।

দেখেশুনে পা ফেলবেন। মাল্টিপ্লেয়ার মুডে আপনি আপনার বন্ধুরে নিয়া গেমটা শৈষ করতে পারেন। যাকে বলা হয় কো আপ মুড। এটা নতুন সংয়োজন। যাথাকার দরকার ছিল।

আপানার হাত কম দেকবেন। পা নাই। আগের ৩টা COD এর কাহানীও ২য় বিশ্ব যুদ্ধ নিয়া COD4 ছাড়া। তো এতে অরেকে যারা আগে খেলেচেন তারা কাহিনী নিয়া বিরক্ত হতে পারেন। This is another short review from me. Please মাফকরবেন বড়নাকরার জন্য।

তবে গেমটা মিস করলে আপনি গেমার না। Here is the review from WIKIPEDIA Call of Duty: World at War is a first-person shooter video game developed by Treyarch and published by Activision for Microsoft Windows, PlayStation 3, Wii, Xbox 360, Nintendo DS, and PlayStation 2.[1] It is the fifth installment in the main Call of Duty series.[2] The game is set in the Pacific theater and Eastern front of World War II.[2][3] The game shipped in North America on November 11, 2008,[4] in Australia on November 12, 2008,[6] and in Europe on November 14, 2008.[5] The story focuses on the final battles of World War II in the Pacific and Eastern Europe involving the United States, the Empire of Japan, the Soviet Union, and Nazi Germany.[2] It is told from the perspectives of a Marine Raider and a Red Army soldier, and is based on several historical battles, including the Makin Island raid, the Battle of Peleliu, and the Battle of Berlin.[1][10] The multiplayer portion of the game contains various game modes, and contains a leveling system that allows the player to unlock additional weapons and rewards as they progress, which was originally implemented in Call of Duty 4: Modern Warfare. A new feature to the Call of Duty series is the co-op mode, which can support up to four players online and two offline. পুরা লিংক http://en.wikipedia.org/wiki/Call_of_Duty_5 __________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।