"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
অনেক অনেকদিন আগের কথা যখন তরমুজের ছবিওয়ালা (পজিটিভ) একজন ব্লগারকে আমরা দেখতাম এবং হালকা পাতলা গপশপ করতাম। একসময় জানলাম তিনি আমাদের ইউনির। অনেক ভাল লেগেছিল কারণ ব্লগে তখন আমি মোটামুটি ঠেলাগুতার উপরে থাকতাম তবে তিনি সবসময় জুনিয়র হিসেবে আমাকে সাপোর্ট দিয়েছেন। এরপর অনেকদিন সেই পজিটিভ ভাইয়ার খোজ ছিল না। হঠাৎ একদিন দেখি বাচ্চা মেয়ের ছবিযুক্ত প্রোফাইলে এসে বলছেন আমি পজিটিভ ভাইয়া।
তখন ভাইয়াকে রেটিং হিসেবে মেনে নিতে খুব একটা ভাল লাগতো না কারণ তরমুজের ছবিটা মাথায় গেথে গেছিলো। যা ই হোক ভাইয়াকে এখন আর এসব নিয়ে না সোহাগ ভাইয়া বলেই ডাকি।
উনার মাধ্যমেই আরেকজন প্রিয় মানুষ এবং ব্লগার আসিফ ভাইয়ার (আসিফ আহমেদ) সাথে পরিচয় হয়েছিল যে কিনা আমার প্রতিবেশি ব্লগে আসার পর জানলাম
যে কথা বলছিলাম এই ২জন সবসময়ই গাইড দিয়ে এসেছেন। অনেক ধরনের আব্দারই করি আমরা ২বোন ভাইয়াদের কাছে যা উনারা রাখার কথাও দিয়েছেন।
সোহাগ ভাইয়া উনার হাতের টুনার চপ আর ভাবীর হাতের জিলাপী খাওয়াবেন আর বেড়াতে আসলে কোরিয়ান স্টাইলে গিফট আনবেন এইটাও ফাইন্যাল করেছি অলরেডি
এসব কথা তো আগের কথা কিন্তু আজকে মানে ৭ ডিসেম্বর সোহাগ ভাইয়ার জন্মদিন আজকে কি খাওয়াবেন এইটা কি বলার মত টাইম উনার হবে উনি আজকাল যে বড়ই ব্যস্ত
আজকাল নেটে বড়ই ডিস্টার্ব দিচ্ছে।
বহুত কষ্টে ফাইট করে পোস্ট দিলাম...
শুভ জন্মদিন সোহাগ ভাইয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।