আমাদের কথা খুঁজে নিন

   

কী হতে যাচ্ছে শাহবাগে?

শাহবাগ গিয়েছিলাম। সরকার সমর্থিত নিরাপদ পরিবেশে ঘণ্টায় ঘণ্টায় মানুষের সংখ্যা বাড়ছে। অন্যান্য আন্দোলন থেকে এ সম্পূর্ণ ভিন্ন। সরকারী ক্যাডার বাহিনী কাছেই আছে, কিন্তু হামলে পড়েনি। বরং একাত্মতা প্রকাশ করেছে।

চারপাশে পুলিশ আছে, কিন্তু পেটানোর জন্য না, নিরাপত্তা দেবার জন্য। ওয়াসার পানির ট্যাঙ্কার আছে, তবে তা গায়ে ছেটানোর জন্য না, আন্দোলনকারীদের তৃষ্ণা মেটানোর জন্য। মন্ত্রীরা লাইন বেঁধে একাত্মতা প্রকাশ করে যাচ্ছেন। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ আনলেও, একাত্মতা প্রকাশে বাধা দিচ্ছেনা। অস্বস্তি বোধ হল।

তাহলে এই আন্দোলন কার বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে? তারমানে কি বিএনপি/জামাতের দাবীই ঠিক, এই আদালত ন্যায়বিচার করতে অক্ষম (যে অর্থেই হোক)? বসে বসে ভাবছিলাম, এই বিক্ষোভের কারণে পরবর্তী রায় কি প্রভাবিত হবে? এই জমায়েত যদি রবিবার পর্যন্ত শাহবাগ আটকে রাখে, সরকার কি করবে? ট্রাফিক প্রেশার সামলানো যাবে? হরতালের সন্ধ্যায়ই ভয়াবহ অবস্থা হয়েছে। তাহলে কি আন্দোলনকারীরা শহীদ মিনারে চলে যাবে? তাহলে তো আন্দোলনের ধার কমে যাবে। এটা নিয়ে কি বিভক্ত হয়ে যাবে বিক্ষোভ? নাকি সপ্তাহ শেষে সৌখিন আন্দোলনকারীরা যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, অবশিষ্ট থেকে যাবে মুষ্ঠিমেয় কয়েকজন, যারা দুর্বল হলেও, সবসময়ই রাজপথ দাপিয়ে বেড়ায় দেশের স্বার্থরক্ষায়? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে। তবে একটা ব্যাপার মনে হল- সরকারকে চটাতে না পারলে আন্দোলন সংগ্রামের মর্যাদা থাকে না। কিছুদিন আগের সরকার সমর্থিত হরতালের কথা মনে পড়লো।

সেদিনের হরতালে আদর সোহাগ পেলেও, কিছুদিন পরই সরকারবিরোধী অন্য এক ইস্যুতে তাদের চোখে লঙ্কা বেটে দেয়া হয়েছিল। এই আন্দোলন এখনও পর্যন্ত সেই হরতালের মতই। কেউ কেউ একে তাহরীর স্কয়ারের সাথে তুলনা করতে শুরু করলে ভীষণ লজ্জা পেলাম। কাঁদানে গ্যাসের ঝাঁঝের বদলে ফুলের সুবাস, সরকারী ক্যাডার আর পুলিশের হামলার বদলে প্রোটেশন, মন্ত্রীদের গালির বদলে তারিফ, সবকিছু মিলিয়ে সংগ্রামের প্রকৃতি যত অদ্ভুতই হোক, এ এক অভূতপূর্ব অনিশ্চয়তা তৈরি করেছে, তাতে কোন সন্দেহ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।