এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
মাত্র কয়েক দিন পরে কোরবানীর ঈদ ... আজকে আমার মনটা বড়ই আইকুম বাইকুম করছে এই দুই জনের জন্য ... কারনটা খুব ছোট হলেও আমি মনে হয়না আপনারা আমার সাথে দ্বিমত করবেন ....
আমাদের চিকনা জেডার ছবিটা দেখেন ... খেয়ে না খেয়ে শরীরটারে জীবন্ত কংকালের পরিনত করে একটা আইকনে পরিনত করেছেন ... সেটা দোষের না ... কিন্তু ভয় হয়, যদি আমাগো জেডি মাটি কাপায়া একখান কঠিন রকম ঝড় তোলে তাহলে তো আমাদের জেডারে স্যাটেলাইট দিয়ে খুজে বের করতে হবে ... তারপরেও পাওয়া যায় কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞ ( বিশেষভাবে অজ্ঞ ) দের যথেষ্ট সন্দেহ আছে ... তাই আমাদেরকে কোরবানীর ঈদে একটা স্কিম হাতে নেয়া প্রয়োজন (অবশ্যই খাওয়া দাওয়া বিষয়ক).... কি করা যায় বলেন তো ? .... জেডারে তো আমরা এমুন বিপদে পড়তে দিতে পারি না ....
আর পলাশ ভাই ... উনার হাতের তলোয়ারগুলো একটু দেখেন ... কোরবানীর পশুকে জবাই করার জন্য আপনাকে অন্যকিছুর সাহাজ্য নেয়া লাগবে না যদি পলাশ ভাই আপনার উপরে একটু সদয় হয়ে দুইটা কোপ মারেন ... অবশ্য উনারে এই মাসের শেষের দিকে আবারো দরকার হবে ... যখন ১০০ টাকায় কোপমারা হুজুররা ("দিমু চাক্কু চালাইয়া, চালাইলেই ১০০ টাকা Click This Link) এ্যাকটিভ হবে ... তখন পলাশ ভাই এর তলোয়ার গুলো ওদের তাড়ানোর কাজে আসতে পারে।
এখানে মাত্র কয়েক মাসে বেশ কিছু বন্ধুসুলভ মানুষের দেখা পেয়েছি ... অনেকের সাথে বেশ অন্তরঙ্গ সম্পর্ক ও তৈরী হয়েছে যাদেরকে বেশ আপন মনে হয় তাদের মধ্যে হারিয়ে যাওয়া এই দুই ব্লগারকে আবারও আমি আগের মতো এ্যাকটিভ দেখতে চাই ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।