পাখি এক্সপ্রেস
কয়েক ঝাপটা চুমু হয়ে গেলো আর্ধেক রাত্তির ভরাট গালে,
কুয়াশাবৃত্তে গোলাকার নিয়ন আলো-
একটি আস্ত শুকতারা বানিয়ে বিশ্রামে গেলো কর্মঠ ব্যস্ততা-
অবিশ্বাস্য বিশেষন প্রেম ছড়ালো ললাট এবং বিবিধ ভালোলাগায়।
পাখিসহ অন্যান্য শুদ্ধস্বরের অবলীলা ছাড়ে -
লুফে নেয়া এক রাত্তিরে লোভনীয় হতে থাকলো শুকতারা শরীর-
গোপনে ঘামের বিন্দুর স্বাস্থ্য ফিরে পাওয়া ভীষন প্রত্যাশিত ছিলো,
যখন আমি বিষয়ভিত্তিক জটিলতায় হাঁফ ছেড়ে বাঁচার প্রতিযোগি!
রাত, কুয়াশা ইত্যাদির প্রশ্রয়ে অসম্ভব ভালোবাসতে শিখেছি বলে
ক্লান্তি পর ঘুমের প্রয়োজনীয়তা অনুভব করি।
০৫.১২.০৮
রাত ১২.২৭ মি.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।