Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
১.
পাহারাদার নিয়োগ
জেলখানায় পাহারাদারের চাকরির জন্য এক প্রার্থীর ইন্টারভিউ হচ্ছে।
অফিসার : জেলখানার ভেতরে যারা আছে, তারা ভীষণ দুর্দান্ত চরিত্রের মানুষ তাদের তুমি কন্ট্রোল করতে পারবে?
প্রার্থী : পরব না মানে, বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে জেলখানা থেকে বের করে দেবো।
২
বেতন
অফিস কর্মকর্তা : আপাতত আপনার বেতন তিন হাজার টাকা; ৬ মাস পরে হবে পাঁচ হাজার।
চাকরি প্রার্থী : তাহলে ৬ মাস পরেই জয়েন করব; এখন আসি ।
৩.
পুলিশ ও আসামি
আসামি : স্যার, আপনি এখানে একটু দাঁড়াবেন ওই দোকান থেকে একটা পান খেয়ে আসি।
পুলিশ : আমাকে এত বোকা পেয়েছিস তুই পান আনতে গিয়েই ভাগবি সেটা হবে না বরং তুই এখানে দাঁড়া আমি পান এনে দিচ্ছি।
৪.
চোর ও ভদ্রলোক
গভীর রাতে এক ভদ্রলোক তার খাটের নিচে চোরকে লুকিয়ে থাকতে দেখে অবাক হলেন সঙ্গে সঙ্গে তিনি চোরটিকে ধরে ফেললেন তারপর...
ভদ্রলোক : এই ব্যাটা, তোর এত বড় সাহস, আমার বাসায় চুরি করতে ঢুকেছিস।
চোর : আমি চুরি করতে আসিনি স্যার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে এসেছি।
ভদ্রলোক : তোর বন্ধুরা কই?
চোর : পাশের বাড়িতে ডাকাতি করছে।
৫.
সঙ্গীত চর্চা
কয়েক বছর ধরে সঙ্গীত চর্চার পর হতাশ হয়ে একদিন ছাত্রটি তার ওস্তাদকে বলল : ওস্তাদজি, সত্যি কি আমার গান শেখা হবে না? এ গলা কি জীবনে কোন কজে লাগবে না?
ওস্তাদ : কে বলেছে লাগবে না, বাড়িতে যখন আগুন লাগবে অথবা ডাকাত পড়বে, তখন নিশ্চয়ই কাজে লাগবে।
৬.
ট্রান্সলেশন
শিক্ষক ক্লাস নিচ্ছেন; এক পর্যায়ে জৈনক ছাত্রকে প্রশ্ন করলেন
শিক্ষক : ট্রন্সলেশন কর। রহিম পানিতে ডুব দিল কিন্তু আর উঠল না।
ছাত্র : He was died.
শিক্ষক : What?
ছাত্র : স্যার, সে তো আর উঠেনি, তাহলে নিশ্চয় মারা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।