সবাই যুগের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গেছে :( কিন্তু আমি আমার সেই আগের অবস্থানেই আছি । এই কথাটা বুঝতে আমার অনেক দেরী হয়ে গেলো । জীবনের সব টুকুই ছিল অবহেলা আর খামখেয়ালী দোকানে বইসা বইসা টিভি দেখতাছি , এক হিন্দি আমার পাশেই বসা ছিল , সে আমাকে বলে হিন্দি চ্যানেল নাই ? আমি বললাম নাহ সবই বাংলাদেশী চ্যানেল কিছুক্ষন চুপ করে বসে থাকার পর আমাকে জিজ্ঞাসা করলো বাংলাদেশে টিভি চ্যানেল কয়টা আছে ? আমি তো তার প্রশ্নে মহা চিন্তায় পড়ে গেলাম যদি বলি ২০-২৫ টা আছে তাহলে তো সে ইন্ডিয়া এতো এতো চ্যানেল আছে বয়ান শুরু করবে । আমি তো জানি ইন্ডিয়াতে টিভি চ্যানেলের হিসাব নাই শতশত চ্যানেল , তাই আমি বললাম বাংলাদেশে তো ২০০ -৩০০ টিভি চ্যানেল তো হবেই আমার এই উওর শুনে ইন্ডিয়ানি তো চোখ মাথায় উঠে গেছে আমাকে বলে বাংলাদেশ তো অনেক ছোট দেশ এতো টিভি চ্যানেল কি করে থাকবে ? আমি বললাম আমার গ্রামেই তিন চারটা চ্যানেল আছে :p আমার এই কথা শুনে হেইতে তো পুরাই অবাক :O গ্রামেও টিভি চ্যানেল :O তখন আমি রিমুট দিয়ে চ্যানেল ৯ চালু করলাম আর ইন্ডিয়ানি কে বললাম এইটা বাংলাদেশের ৯ নাম্বার চ্যানেল , আমার বাড়ির পাশেই এই চ্যানেলের অফিস তার পর রিমুট দিয়ে চ্যানেল '১৬ 'আনলাম , আর বললাম এইটা হইছে আমার একালার এক বড় ভাইয়ের চ্যানেল এইটা বাংলাদেশের ১৬ নাম্বার চ্যানেল তার পর গেলাম চ্যানেল ২৪ , তাকে বললাম এইটা হইলো ২৪ নাম্বার চ্যানেল , আমার এক আত্মিয় এ চ্যানেল এইটা এবং বাংলাদেশের ২৪ নাম্বার চ্যানেল , তার পর গেলাম চ্যানেল ৭১ টিভিতে । চ্যানেল ৭১ এ গিয়ে বললাম এইটা আমার বাড়ি থেকে দুই কিঃমিঃ দূরে , এইটা বাংলাদেশের ৭১ নাম্বার টিভি চ্যানেল । বাংলাদেশের টিভি চ্যানেল এইভাবে ১.২.৩.৪. সিরিয়াল করে , বাকি গুলা রাখি নাই , কারন অই গুলা অন্য এলাকার চ্যানেল । বাংলাদেশে ২-৩০০টি টিভি চ্যানেল এর বেশি আছে কে রাখে এই হিসাব আমার এই কথা শুনে হিন্দি পুরাই তব্ধা খেয়ে বসে রইলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।