আমাদের কথা খুঁজে নিন

   

সাত রাস্তায় চার ময়ুরের নাচ: সরকারের সাহসী কাজ

সকল অন্ধকারের হোক অবসান

বিমান বন্দরের সামনে বাউল ভাস্কর্য ভাঙচুর। এরপর মতিঝিলে বলাকা এবং আরেকটা ভাস্কর্যের ভিত্তি প্রস্তরে তাণ্ডব। শুধু তাই নয়, এখন রাস্তায় রাস্তায় চিকা: মূর্তি পূজাকারীরা ইসলামের শত্রু, ইত্যাদি ইত্যাদি। এতো কিছুর পরও সাত রাস্তার মোড়ে দেখলাম বসানো হয়েছে চারটি ময়ুর। ময়ুরগুলো ধাতুর তৈরী।

তাতে কি? যান্ত্রিক ও ধর্মান্ধদের এই যুগে ঐ ধাতব ময়ুরগুলোকেই মনে হচ্ছিল বেশ জীবন্ত। পেখম মেলে তারা নাচছে। আর মুক্ত আকাশের নীল দেখে গলা ছেড়ে ডাকছে প্রিয় সঙ্গিনীকে। ময়ুরের রঙ্গীন পালক এবার যেন কোনো শেয়ালের থাবায় না পড়ে সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রথমত সরকারের এহেন সাহস প্রদশর্নের জন্য ধন্যবাদ।

এবং দ্বিতীয়ত, এই সাহস, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে আপোসহীন হয়ে উঠুক, সেই প্রত্যাশা থাকলো। ময়ুরের পেখমের রঙ ভুল ভাঙিয়ে দেক বেপথু মানুষদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।