মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...
ঈদ আসছে..... জামা কিনি নাই বলে আমি আর দীপ্ত সেদিন গলা জড়াজড়ি করে কান্নাকাটি করলাম । ঠিক হল এই দুঃখ শেয়ার করতে একদিন বিকালে আমরা উন্মুক্ত মাঠ আলোচনায় নামব...... কিন্তু ঐদিন সেইম টাইম সেইম চ্যানেলে আমরা উভয়ই স্বয়ং নিদ্রাদেবীর সাথে জনগুরুত্বপূর্ণ টক-শো তে অংশ নেওয়ায় আমাদের বৈঠক হল না । কিন্তু দীপ্ত অতীব কর্তব্যপরায়ণ বিধায় উনি স্বীয় দায়িত্বে আমার গরীবখানায় উপস্হিত হইলেন। আমরা সামু ব্লগে কিছুক্ষণ ঘোরাঘুরির আগেই আমাদের মাতাদ্বয়ের আদেশ আসিল.... কফি তৈয়ার কর!!
অগত্যা আমরা উভয়েই এই কফি তৈয়ারের ভয়ংকর অভিযানে শামিল হইলাম!!!!!!!!!!!!!!!!!
চুলায় মেলামিনবিহীন দুধ চড়াইয়া দিয়াছি, উহা গরম হইতেছে তখন হঠাৎ দীপ্ত বলিল আমার মাসিমহাশয়া দুধ চিনি ছাড়া কফি পান করেন। আমি "তবে রে _" বলিয়া খেপিয়া উহাকে তাড়া করিতেই আমার মায়ের রণহুঙ্কার ভাসিয়ে আসিল, এহেন বিপদজনক পরিস্হিতিতে আমরা দুই কাপ পানি গরম করিয়া তাহাতে কিঞ্চিৎ কফি ঢালিয়া আবিষ্কার করিলাম একটাতে কফির পরিমান বেশ বেশি হইয়াছে। সঠিক পরিমানের কফি আন্টিকে দিয়ে এসে আমরা বাকিটুকুকে নিয়ে গবেষণা আরম্ভ করলাম!
না জানি এই কফি খেতে কেমন হবে
তারপর একটা এক্সপেরিমেন্টের আশায় কানিকটা দুধ, লবঙ্গ চিনি, আর কফি এক এক দুই দুই করে ঢেলে দিলাম.....................................
...............................................
তারপর কফি খেতে কেমন হয়েছিল সেটা নাহয় না-ই জানলেন :-|
*সাধু ও চলিত ভাষার মিশ্রন দূষনীয়।
*ইহা একটি আজাইরা পোস্ট কারো রন্ধন গুনাবলী সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা ইহার উদ্দেশ্য নহে।
*ব্লগার গণ বিরক্ত হইবেন ইহাতে সন্দেহ নাই, কিন্তু আমার মাথায় আইডিয়া সংকট চলিতেছে, এই ক্রান্তিকাল উত্তীর্ণ না হইবা পর্যন্ত আমার পোস্ট সম্পর্কে যে কোন মন্তব্য করিতে পারেন......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।