আমাদের কথা খুঁজে নিন

   

ফুড ভিলেজ!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

ফুড ভিলেজ, উত্তরবঙ্গে যাবার পথে এক অনন্য রেস্টুরেন্ট (যদিও দাম বেশি খাবারের)। সাধারনত দুরপাল্লার বাসগুলি বগুড়া হয়ে উত্তরাঞ্চলের কোন জেলায় গেলে বেশিরভাগ বাসই এখানে যাত্রীদের খাবার খাওয়ার জন্য যাত্রা বিরতি দেয়! ফুড ভিলেজে এসি-নন এসি দুটাই আছে, সেই সাথে থাকার জন্য আবাসিক ব্যবস্থাও আছে। দেশি খাবার, চাইনিজ খাবার সহ বগুড়ার ঐতিহ্যবাহী দই, এছাড়া হরেক রকম মিষ্টি, ক্ষীরসা, রসমালাই, সেমাই আছে! ফুড ভিলেজ ২৪ঘন্টাই খোলা থাকে! এর সামনে রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে গাড়ি পার্কিং এর জন্য! এস আর পরিবহনে যাত্রা করলে আর উত্তরবঙ্গে ভ্রমন করলে যাত্রীদের এখানে অবশ্যই যাত্রাবিরতি পাবেন, কারন উভয়ই একই ব্যক্তিমালিকানাধীন, যাদের রয়েছে ওয়ানটেল নামক ফিক্সডফোন। (মসজিদ) ফুডভিলেজের ভেতরে রয়েছে ওয়াক্তিয়া নামাজের সুবিধা আর জুম্মার নামাজের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপার্শ্বে রয়েছে ফুডভিলেজের সুদৃশ্য মসজিদ। এছাড়া ফুডভিলেজের প্রাঙ্গনে রয়েছে সুন্দর ফুলের বাগান, যাত্রাবিরতীর ৩০মিনিট অনায়াসে কাটানো যায়। একই প্রাঙ্গনে রয়েছে কিছু কাপড় ও ফল-মুলের দোকান, আর আছে একটা সেলুন, দরকার হলে আপনিও চুলকাঁটা সারতে পারবেন !! ছবিঃ মুকুট!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।