আমাদের কথা খুঁজে নিন

   

USB power problem in Toshiba Dynabook Satellite 1800

Live Long Happy Strong Stay Young

হাই, কেমন আছেন সবাই? ভাল... ওকে... একটা সমস্যায় পড়ে ছুটে আসলাম আপনাদের কাছে।সমস্যাটা হচ্ছে আমার ল্যাপটপের(Toshiba Dynabook Satellite 1800) ইউএসবি পোর্ট মাঝে মাঝে ডিজেবল হয়ে পড়ে।এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে।পেনড্রাইভ ইউজ করলে প্রবলেম হয় না,তবে একসাথে দুইটা পোর্টই ইউজ করলে কয়েক সেকেন্ডের মধ্যে একটা পোর্ট ডিজেবল হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ডাটা-কেবল দিয়ে মোবাইল(O2 xda atom) কানেক্ট করলে।ডাটা ট্রান্সফার করতে গেলে ইউএসবি ডিজেবল হয়ে যায়,ডাটা কেবল কানেক্টেড অবস্থায় মোবাইলে কল আসলে / মোবাইল একটু ঘাটাঘাটি করতে গেলে /কল করতে গেলে(ইত্যাদি) ইউএসবি ডিজেবল হয়ে যায় ।কল আসলে শুধু পোর্ট ডিজেবলই হয় না সাথে সাথে মোবাইলটাকে হ্যাং করে দিয়ে যায় । ঐ অবস্থায় কল আসলে আমি আর বুঝতে পারি না ,বুঝেন কি সমস্যা.... মোবাইলের এই সমস্যা অন্য পিসিতে কানেক্ট করলে হয় না। মোবাইলের চার্জারটা আমার ছোট্ট ভাতিজা কামড়ে নষ্ট করে দিয়েছে তাই এখন চার্জ এর জন্য পিসি/ল্যাপটপ ছাড়া উপায় নাই।এমন মোবাইল(wm6) যে কোন চার্জার দিয়ে চার্জ হয় না,পিসিতে এক্টিভ-সিন্ক্রোনাইজার ইন্সটল না থাকলে ডাটা কেবল দিয়েও চার্জ হয় না যা হোক অনেক বকবক করলাম......, এখন কেউ যদি আমার এই সমস্যা সলভ করে দিতে পারেন তবে অনেক খুশি হইতাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।