Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
১.
অপারেশন
কথা হচ্ছে দুই বন্ধুর মধ্যে
১ম জন : আচ্ছা বল তো, হাসপাতালে যখন রোগীর অপারেশন চলে, তখন ডাক্তাররা মুখ ও মাথা ঢেকে রাখে কেন?
২য় জন : অপারেশনে যদি ডাক্তাররা কোন ভুল করে ফেলে তাহলে রোগী যেন তাদের চিনতে না পারে সেজন্য।
২.
ছাত্র-শিক্ষক
ক্লাসে শিক্ষক এক ছাত্রকে প্রশ্ন করলেন
শিক্ষক : বল তো সজীব, এ পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?
সজীব : গরু।
শিক্ষক : কিভাবে?
সজীব : অতি চালাকের গলায় দড়ি, গরুর গলাতেও তো দড়ি বাঁধা থাকে।
৩.
ডাক্তার ও রোগী
অপারেশন শুর“র আগে নার্স একটা ফুলের মালা এনে টেবিলে রাখল। মালাটি রোগীর দৃষ্টি আকর্ষণ করল।
রোগী : ডাক্তার সাহেব, এই ফুলের মালা কার জন্য?
ডাক্তার : আসলে আজ আমার জীবনের প্রথম অপারেশন। যদি আমি সফল হই, তাহলে ফুলের মালাটা আমার গলায়, আর সফল না হলে আপনার গলায়।
৪.
স্বামী ও স্ত্রী
স্বামী ঘরে ঢুকে স্ত্রীর উদ্দেশে হাসতে হাসতে বলল : নেকলেসটা নিয়েই এলাম, আজ তো তোমার জন্মদিন
স্ত্রী : তুমি যে বলেছিলে, এবার টিভি আনবে?
স্বামী : হ্যাঁ, বলেছিলাম।
স্ত্রী : তাহলে আনোনি কেন?
স্বামী : দোকানদার বলল, ইমিটেশন টিভি যে এখনও বাজারে পাওয়া যায় না। তাই এই নেকলেসটা নিয়ে এলাম।
৫
অভিজ্ঞতা
পার্কে প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে
প্রেমিকা : তুমি তো আমাকে অনেক ভালোবাস, তাই না?
প্রেমিক : হ্যাঁ, অবশ্যই।
প্রেমিকা : আমার বাবা-মায়ের সামনে আমাদের বিয়ের কথা বলতে পারবে?
প্রেমিক : পারব, পারব, তুমি চিন্তা করো না, সেই অভিজ্ঞতা আমার আছে।
৬
ছবি
স্বামী-স্ত্রী চিত্র প্রদর্শনী দেখছে। কথা হচ্ছে উভয়ের মধ্যে
স্ত্রী : এই দেখ, ছবিটা কি বিশ্রী।
স্বামী : আস্তে বল।
ওটা আয়না, ছবি নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।