আমাদের কথা খুঁজে নিন

   

আরও হাফ ডজন দেশী জোকস্

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

১. অপারেশন কথা হচ্ছে দুই বন্ধুর মধ্যে ১ম জন : আচ্ছা বল তো, হাসপাতালে যখন রোগীর অপারেশন চলে, তখন ডাক্তাররা মুখ ও মাথা ঢেকে রাখে কেন? ২য় জন : অপারেশনে যদি ডাক্তাররা কোন ভুল করে ফেলে তাহলে রোগী যেন তাদের চিনতে না পারে সেজন্য। ২. ছাত্র-শিক্ষক ক্লাসে শিক্ষক এক ছাত্রকে প্রশ্ন করলেন শিক্ষক : বল তো সজীব, এ পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি? সজীব : গরু। শিক্ষক : কিভাবে? সজীব : অতি চালাকের গলায় দড়ি, গরুর গলাতেও তো দড়ি বাঁধা থাকে। ৩. ডাক্তার ও রোগী অপারেশন শুর“র আগে নার্স একটা ফুলের মালা এনে টেবিলে রাখল। মালাটি রোগীর দৃষ্টি আকর্ষণ করল।

রোগী : ডাক্তার সাহেব, এই ফুলের মালা কার জন্য? ডাক্তার : আসলে আজ আমার জীবনের প্রথম অপারেশন। যদি আমি সফল হই, তাহলে ফুলের মালাটা আমার গলায়, আর সফল না হলে আপনার গলায়। ৪. স্বামী ও স্ত্রী স্বামী ঘরে ঢুকে স্ত্রীর উদ্দেশে হাসতে হাসতে বলল : নেকলেসটা নিয়েই এলাম, আজ তো তোমার জন্মদিন স্ত্রী : তুমি যে বলেছিলে, এবার টিভি আনবে? স্বামী : হ্যাঁ, বলেছিলাম। স্ত্রী : তাহলে আনোনি কেন? স্বামী : দোকানদার বলল, ইমিটেশন টিভি যে এখনও বাজারে পাওয়া যায় না। তাই এই নেকলেসটা নিয়ে এলাম।

৫ অভিজ্ঞতা পার্কে প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে প্রেমিকা : তুমি তো আমাকে অনেক ভালোবাস, তাই না? প্রেমিক : হ্যাঁ, অবশ্যই। প্রেমিকা : আমার বাবা-মায়ের সামনে আমাদের বিয়ের কথা বলতে পারবে? প্রেমিক : পারব, পারব, তুমি চিন্তা করো না, সেই অভিজ্ঞতা আমার আছে। ৬ ছবি স্বামী-স্ত্রী চিত্র প্রদর্শনী দেখছে। কথা হচ্ছে উভয়ের মধ্যে স্ত্রী : এই দেখ, ছবিটা কি বিশ্রী। স্বামী : আস্তে বল।

ওটা আয়না, ছবি নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।