আমাদের কথা খুঁজে নিন

   

দেশ, ধর্ম, রাজনীতি - ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া।

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! ইমরান হাশেমীর একটা মুভি দেখেছিলাম। "CROOK - IT'S GOOD TO BE BAD"। মুভিটাতে ওর একটা জনপ্রিয় (অন্তত আমার কাছে) ডায়ালগ ছিলো, "ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া"। ব্যাক্তিগত জীবনে আমি এবং আমার মত আমাদের সবার, দেশ, ধর্ম রাজনীতি নিয়ে মনোভাব এখন এটাই। ইংরেজী শব্দ YOUTH বলতে আপনি যা বোঝেন, বয়সের দাবীতে আমি তাদের দলেই পড়ি।

দেশ ও দশের এই বয়সীদের উপর থাকে অনেক উচ্চাশা। একটা সময় ছিলো যখন, এই বয়সীরাই ভাষা আন্দোলন করতো, দেশ স্বাধীন করতো। আজ তাদের একাংশ হরতালে রাজপথে গাড়ি পোড়ায়, বিশ্বজিতদের কোপায়, একাংশ প্রবাসে পাড়ি জমায় আর বাকিরা ফেসবুকে দেশ উদ্ধার করে। আর বাকি থাকে, আমি ও আমার মতো আমরা। কিছুতেই যাদের কিছু যায় আসে না।

দেশ, ধর্ম, রাজনীতির ওপর এদের অনেক ক্ষোভ। ক্ষোভ থেকে অভিমান। এরা নির্বিকার শ্রেণীর। বিশ্বজিতের মৃতু্য দেখে এরা ক্ষোভে ফেটে পড়ে না, রুশানের জন্য এদের মমতা হয় না, শীতার্ত মানুষের কাঁপুনি এদের উষ্ণতাকে স্পর্শ করে না, ফালানিকে এরা চেনে না, যুদ্ধাপরাধীদের বিচারে এদের মাথা ব্যাথা নেই, পাকিস্তানি ক্রিকেট টিমের এরা অন্ধভক্ত, ডঃ ইয়াসমিনের মৃতু্যর খবর এদের কানে পৌছায় না। গুটিকয়েক বন্ধু, গার্লফে্রন্ড, ভার্সিটি, আইফোন, মেসি, সাকিব আল হাসান, বেনসন, সানি লিওন আর ফেসবুক নিয়েই এদের জীবন।

"দেশ, ধর্ম, রাজনীতি - ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।