আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
দাম্পত্য নিয়ে লিখতে যখন শুরু করেছিলাম, ভাবিনি ৭-পর্ব অব্দি লিখতে পারবো ।
এখন মনে হচ্ছে , পেরেছি তো।
এ-ও অনেকটা সেই দাম্পত্যের মতো অবাক করা বিষয়--
অনেক বিখ্যাত লোক তাঁদের বিয়ের যুগ-পুর্তি (১২ বছর,২৫ বছর ,৫০ বছর) উপলক্ষে যেমন
বলেন--
বিয়ে যখন করি তখন ভেবেছিলাম--এই সম্পর্ক ছ-মাস টিঁকবে না , আজ মনে হচ্ছে আরাম-সে
এখানে পৌঁছে গেছি।
আমারও তেমনই মনে হচ্ছে ।
দাম্পত্যের আরাম-ব্যারামের সন্ধানে চলুন যাই ওই দম্পতির কাছে ।
ছুটির দিন ওরা পাশাপাশি বসে আছে । একসময় স্ত্রী বেশ জোরে বললেন---কি-সব
আবোল-তাবোল বকে যাচ্ছো তখন থেকে , আমি কানে কালা বলে কি কিছুই শুনতে পাইনে
ভাবছো ?
হতচকিত স্বামী চিৎকার করে বলল-- আমি তো কিছুই বলিনি , শুধু বাবুলগামটা চিবোচ্ছিলাম।
এ-তে সন্তুষ্ট হলেন না-তো , ঠিক আছে চলুন তবে রেল-স্টেশনে ।
ওই দেখুন এক দম্পতি বসে আছেন। ট্রেন ফেল করেছেন সেই প্রসঙ্গে ওদের আলাপ শুনুন---
স্বামী--আসার সময় তুমি যদি সাজগোজে এত দেরী না করতে , তাহলে এই ট্রেনটা মিস হতো
না ।
স্ত্রী--তা ঠিক , তবে তুমিও যদি এই ট্রেনটা ধরবার জন্য এত তাড়াহুড়ো করে না আসতে , তবে
পরের ট্রেনটার জন্য এতক্ষণ ধরে বসে থাকতে হতো না।
প্রিয় বন্ধুরা এতে যদি আপনাদের মন না ভরে তবে ট্রেনে উঠুন ।
শুনুন দুই যাত্রীর আলাপ---
--আপনার জীবনে কখনো ট্রেন দুর্ঘটনা ঘটেছে ?
--হ্যাঁ , বর্তমানে যিনি আমার স্ত্রী ,তাঁর সঙ্গে ট্রেনেই আমার প্রথম আলাপ হয়েছিল । আর
সেটাই আমার জীবনের প্রথম ও একমাত্র ট্রেন দুর্ঘটনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।