গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
বাংলা উইকিপিডিয়ার 'শশা' আর্টিকেলটি দেখুন-
লিংক দেখুন- Click This Link
'এটা ছুলে নুন দিয়ে খাওয়া হয় । .....এই ফল গরমকালে বেশী খাওয়া হয়। '
উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। আর এর মত একটি গুরুত্বপূর্ণ যায়গায় বাংলাদেশের একটি সবজি কাম ফল-এর বর্ণনায় ফলটি কোথায় ফলে, কখন ফলে এসব সহ মৌলিক তথ্যগুলো বাদ দিয়ে শশা কখন কিভাবে খাওয়া হয় এটা বেশি গুরুত্বপূর্ণ হল।
শশার প্রধানত ব্যবহৃত হয় সালাদ হিসেবে। আর এখানে বলা হয়েছে ছুলে নুন দিয়ে খাওয়া হয় (তা হয় বৈকি)!
যদি এটা ফাজলামো হয়: পড়ে প্রথমে আমি এক চোট হেসেছি (যদিও উইকিবাংলা কোন ভাঁড়ের হোমপেজ নয়। ) দুঃখও পেয়েছি। এটাতো কোন উইকিপিডিয়ানই লিখেছেন। তার কি সামন্য দেশাত্ববোধ নেই (উইকিবাংলার সাথে দেশাত্ববোধ জড়িত আছে)।
এটি রুচিবোধের কোন পর্যায়ে পড়ে?
যদি সিরিয়াস হয়: তাহলে আমার কিছু বলার নেই। আমাকে নতুন করে সিরিয়াসনেসের পাঠ নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।