আমাদের কথা খুঁজে নিন

   

= ব্যালটে আঁকা ভাগ্য

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

বিব্রত সন্ধ্যাগুলো এখনো নেমে আসে চারদিকে নামে ধোঁয়াশা অন্ধকারের ছায়া কেবল পশ্চিমের রক্তমাখা দেয়ালিকা, তখন ঘাসের ডগায় জমে উঠে শিশিরকণা এই বাংলার নিপীড়িত মানুষের চোখের কোণার মত। কতবার ঠগবে তারা বুলিতে সরগরম দুপুরে চৌকাঠে চৌচির হয়ে আছে রদ্দুরে ফাটা কপাল যমীনের কাছাকাছি ফলীয়েদের অশ্রু আর ঘাম, কিভাবে আলাদা করবে ঝড়ে ভাঙ্গা বটের সাথে রাজপথে নিহত সন্তানের মাতৃ-হৃদয়কে? তবু নিরন্তর তোলে শ্লোগান, করে মুখরিত রাজপথ আউশের ধানক্ষেতে চাষার গায়ের গন্ধ ছড়ায় বাতাসে ওরা ফলাতে এসেছে সুবিচার, উন্নয়ন, সমৃদ্ধিকে, বুলিগুলো দু'কান থাপড়ে ঝেড়ে নিয়ে হামাগুড়ি দেয় যেখানে ব্যালটের তালা দেয়া বাক্সে বন্দি তাদের ভাগ্য। সীমান্তে কাঁদে পাখির ছানা তবু আমন্ত্রিত হয় শিকারী এখানে সব হয়, সব পারে যে হয় গণমানুষের অধিকারী। -৩ ডিসেম্বর ২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।