আমাদের কথা খুঁজে নিন

   

বস রোনালদিনহোর উদ্দেশ্যে খোলা চিঠি... রাত ১.৩০ এ ব্রাজিল বনাম ইংল্যান্ডের ম্যাচ আছে। ESPN দেখাবে

বস রোনালদিনহোর উদ্দেশ্যে খোলা চিঠি... স্যার, আপনার কাছে আমরা অনেক ঋণী, আপনি দেখিয়েছিলেন শৈল্পিক ফুটবল খেলেও সব জয় করা যায়, আপনি দেখিয়েছিলেন পা দিয়েও মাঠে ছবি আকা যায়। আমাদের মত কোটি কোটি ভক্তের মাঝে ফুটবলের প্রতি ভালবাসার সৃষ্টি করেছিলেন আপনি... আপনাকে আপনার যথার্থ সম্মান আমরা দিতে পারিনি... কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি, আপনি ফুরিয়ে যাননি, আপনার ওই পা এখনও বোকা বানাতে পারে বাঘা বাঘা সব ডিফেন্ডারকে, আপনার ওই হাসি এখনও দর্শক মন জয় করতে পারে, স্যার আপনি বিশ্বাস করুন, আপনার উপর থেকে আমাদের ভরসা একটুও কমেনি। বিশ্বাস করুন এখনও আমরা রাতের পর রাত জেগে থাকতে পারি আপনার একটু ঝলক দেখবার আশায়,আপনি সেই খেলোয়াড় যে হাসতে হাসতে প্রতিপক্ষের কান্নার কারন হতে পারেন, স্যার, একবার আপনার দলের দিকে তাকিয়ে দেখুন... নেইমার, অস্কার, লুকাস, হাল্ক কত প্রতিভা,তাদের দিনে তারাও যে কোন দলকে উড়িয়ে দিতে পারে,এখন তাদের শুধু দরকার আপনার মত একজন অভিভাবকের।আপনি ফিরে এসেছেন,আমরা এখন নিশ্চিন্তে খেলা দেখতে বসব,কারন আমরা জানি, আপনি আমাদের হতাশ করবেন না।অনেক ভালোবাসি আপনাকে। > তুহিন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।