ক খ গ ঘ ঙ
বাংলা টাইপ করাটা প্রায় শিখেই ফেললাম। ধন্যবাদ সামহয়ার ইন কে। দশ বছরে যে বাংলা টাইপ করা শিখতে পারিনি, গত দুই মাসে তা প্রায় আয়ত্বে চলে এসেছে। টাইপ করা শিখার জন্য হলেও কিছু কমেন্ট বা কিছু পোষ্ট লিখেছি। তবে ব্লগার সমাজে এখনো নবীন এবং অপরিচিত।
পরিচয়ের সূচনা কিভাবে করব ভাবছিলাম অনেক দিন হলেই। Hi কথাটা বাংলাতে কিভাবে বলা যায়, অনেক চিন্তা করেও বের করতে পারলাম না। নি হাও, চাও, বোজো - এ রকম কতো শব্দ আছে বিভিন্ন ভাষায়, বাংলাতে মনে হয় নাই। সালাম দিয়ে কথা শুরু করাটা ঠিক Hi বলার মতো নয়। তাই অবশেসে ধার করা 'হাই' শব্দটাই ব্যবহার করলাম।
এই ব্লগে অনেক গুনী ব্যক্তির পদ চারণা আছে, কেউ একটা ভালো শব্দ প্রস্তাব করলে খুব ভালো হয়। যখন বিভিন্ন দেশের মানুষকে স্মিত হাস্যে নিজের ভাষায় Hi বলতে শুনি, তখন মনে হয় এরকম একটা শব্দ আমাদের নিজেদের থাকলে খুব ভাল হত।
এখানে আমার নামের বানানটা নিয়েও একটা সমস্যা। কারেকশন করতে পারছি না, আবার নিকটাও ছাড়তে ইচ্ছা করছে না।
সে যাই হোক, সা:হ: এ আমার খুব ভালো সময় কেটেছে গত দুই মাস।
অনেক চমৎকার লিখা, অনেক চমৎকার কমেন্ট, ভাল ভাল তথ্য এবং সুন্দর একটা সমাজ। এই ব্লগটার যারা উদ্দোগতা এবং যারা একে কর্যকর ও প্রনবন্ত করে রেখেছেন তাদের সবার জন্য রইল আমার শুভেচ্ছা।
সবাইকে নিজের কথা এত চমৎকার করে প্রকাশ করতে দেখে উৎসাহ পেয়েছি লিখার জন্য। যদিও সুন্দর করে বাংলা লিখাটা রপ্ত করতে পারিনি এখনও এই ৩০ বছরের জীবনে। অনেক কথা মনের মধ্যে ঘোরাঘুরি করলেও তাই প্রকাশ করা হয়নি।
আশা করছি আপনাদের মাঝে থেকে একদিন সেই সুন্দর সময় আমার জীবনেও আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।