Selfish Shellfish
বহুদিন ধরে দেশ ছাড়া আমি। দেশের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা এখন যদিও আগের চাইতে অনেক ভালো তারপরও মনের ভেতরে একটা শূন্যতা সবসময়ই থেকে যায়। শুধু বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন নয়, পরিচিত সব রাস্তাও নয়...সব মিলিয়ে যে থাকা, আমার বাংলাদেশ...আমার ঢাকায় থাকা...তা কোন কিছুই পূরণ করতে পারবে না। তাও ব্লগে এসে একটু মনের ভার হাল্কা হয়...বা বন্ধুদের সাথে কথা বলে...কিম্বা সারাদিন য়ুট্যুবে বাংলাদেশী ভিডিও খুঁজে। তবে তাতে অনেকখানি খামতি আছে...আছে চাপা দীর্ঘশ্বাস। জীবনের এই শুন্যতাকে একটু কমাতেই য়্যুট্যুবে বহুদিন ধরে একটা ভিডিও খুঁজছি...এ্যাড...
ব্রিটল বিস্কুটের এ্যাড!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।