সুখীমানুষ
(বলেছিলাম ১০০ টা লেখবো সংক্ষিপ্ত সংলাপ, দেখতে দেখতে শেষ এসেই গেলো। জানিনা আপনাদের কেমন লেগেছে, শততম শেষ সংলাপটি লেখতে গিয়ে কেন জানিনা খুব আবেগাপ্লুত হয়ে পড়লাম, কি জানি লেখালেখি বুঝি সন্তানেরই মত
সংক্ষিপ্ত সংলাপ - ৯৯ (হয়ত আমি তেমন কেউ নই , বাই)
সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন
: (ফোন দে অনু, ফিরে আয়)
: (সপ্তী, জানিস জন্ম-অভিমানী আমি)
: ("যাই" বলে নিজেই গেলি)
: (দূরে সরে গেছিস )
: ("যাই" কথাটা মুখে এলো!)
: (তিন দিন হলো )
: (প্রায় চার দিন , ফিরে আয়)
: (তারমানে আমাকে আর চাস্ না, জোর করে পাশে দাড়াবো না )
: (তারমানে আর ফিরবিনা )
২-১২-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।