আমাদের কথা খুঁজে নিন

   

চলো বলাকার লম্বা ঠোটগুলো ছু'য়ে দিই

পাখি এক্সপ্রেস

অন্যমনস্ক হয়ে সত্যগুলো অনায্যের দাবি তোলে- অনবরত বর্ষন চলে সত্যাগ্রহের আত্মায়। যেখানে কালো কাঠির আঁটিগুলো অমাবস্যা জন্ম দিচ্ছে বৈরাগ্যে হার মানা একনিষ্ঠ দু:সময়ের ললাটে। আমরা সৃষ্টির ভুলগুলো নাক উঁচু করে নি:শ্বাস নিচ্ছি। সাদা বকের গায়ে রক্তের আলপনায় জেগে ওঠে ক্ষিপ্রতা প্রেয়সীরা তুলে রাখে শীতের সকাল, ফাগুন বিকেল; আরেকটু এগুলেই আমরা ছু'তে পারি সাদা বকের লম্বা ঠোটগুলো, যখন অস্তিত্বই বিপন্নপ্রায় ! (রাক্ষুসে মাটি এক একাত্তরে অংকুরিত, পূর্ণতার অপর সময় আমাদের অবহেলায় চোখ খোলেনি।) ০২.১২.০৮ বিকেল ৩.১৫ মি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।