এবার চিটাগাং যেতেই আমার বন্ধু আর তার হাসবেন্ড আমাকে কাপ্তাই তাদের এক বন্ধুর চা বাগানে বেড়াতে নিয়ে গেলেন।
অসামান্য জায়গা। নীল গাছ দেখে অবাক হলাম। অনেক ছবি তুললাম। দেখা হলো লোকাল মানুষদের সাথে যারা চা পাতা তোলেন।
এক মহিলাকে দেখলাম চা পাতা তুলছেন। কখনও এর আগে দেখিনি চা পাতা তোলা টিভি ছাড়া। ওর সাথে ছবি তুলতে চাইলাম। ওকে ধরে ছবি তুললাম। ছবি তোলার পর দেখি ওর চোখে পানি।
ভয় পেয়ে গেলাম ভেবে আমি কি কোনো ভাবে ওকে কষ্ট দিলাম নাকি। জিগেস করলাম চা বাগানের মালিক কে আর সরি বললাম যদি ভুল কোরে কষ্ট দিয়ে থাকি। উনি বললেন ব্যাপার টা তা নয়। ঐ মহিলার জীবনে এই প্রথম কেউ তাকে এতো আদর করে জড়িয়ে ধরে ছবি তুলেছে।
আমাদের দেশের মানুষগুলো খুবই সরল এবং অল্পতেই খুশি হয়।
আমরা এদের একটু সহানুভুতির হাত বাড়িয়ে তদের বাঁচার মানেটা অন্য রকম করার একটু চেষ্টা কিন্তু করতেই পারি বিনা কষ্টে।
আবার বান্দরবান গিয়ে ছবি তুলতে চাইলাম এক পাহাড়ি বৃদ্ধা এবং তার নাতির সাথে। ছবি তোলার পর বৃদ্ধা ১০ টা টাকা চাইলেন। খুব কষ্ট হলো ওর চাইবার ধরন এবং পরিমাণ দেখে। চাইতে তার ইচ্ছে নেই কিন্তু পেটের জ্বালায় না চেয়েও উপায় নেই।
আপনারা যারা ওসব জায়গায় বেড়াতে যান প্লিজ ওদের সাথে ছবি তুলুন আর ছবি তোলার অজুহাতে কিছু একটা দিন আপনাদের সামর্থ্য অনুযায়ি। একটু সাহায্য বা অন্তত একটু ভালবাসা। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।