ভালো লাগে লিখতে তাই লিখি..............
চুপ-চাপ ভালো মানুষটি
এ-খালি বাইরের প্রতিচ্ছবি,
হৃদয় মাঝে তোলপাড়
নিজের সাথে যুদ্ধ শত
কষ্টের জমাট পাহাড় ।
দূর আকাশের বুকের তারা
কিংবা রাতের পাখির ডাকা
কিছুই আর আমায় ভাবায় না,
নিজের কাছে বন্দি আমি,নিজের মাঝেই মগ্ন
একাকিত্ব গুলোয় শুধু ,নিজেই নিজের সঙ্গ।
মনের মাঝে গোলক ধাধা,
মনটা আমার কই?
হারিয়ে গেছে অনেক আগেই,
নীল আকাশে ঐ।
প্রাণের অস্থিত্ব বুঝায়, চোখের পানি ঝরে
স্বপ্নগুলোর সাথে তবে যাইনি আমি মরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।