কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
নির্বাচন কমিশন কর্তৃক অত্যাবশ্যকীয় যে ফরম পূরন এর কথা বলা হয়েছে। তাতে প্রার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে কোন প্রশ্ন নেই। আমি জানতে চাই তারা জন সেবক জীবনে কতবার মূমুর্ষরোগীর প্রয়োজনে রক্ত দিয়েছেন। অথবা দেশ ও জাতীর প্রয়োজনে দাবী আদায়ের সংগ্রামে পুলিশের হাতে রক্ত দিয়েছেন। অথবা লাঠি চার্জের সম্মুখিন হয়েছেন।
অথবা তাদের রক্তে এইচ আই ভি ভাইরাস আছে কিনা । তারা রক্তের নমুনা নির্বাচন কমিশনে জমা দেয়ার জন্য। তা অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের ফরমে রাখা উচিত ছিল। কারন যেভাবে টগবগে তরুরদের মনোয়ন দেয়া হয়েছে। তারা নির্বাচিত হলে কত নারীর সর্বনাস ঘটাবে তা বলা বাহুল্য।
শুনেছি ক্ষমতায় গেলে অনেক বুড়ো মন্ত্রিরা ও নাকি ভায়াগ্রার খোজ করে। তাই তাদের রক্তের গ্রুপ এবং এইচ আই ভি ভাইরাস আচে কিনা তা জন সম্মুখে প্রকাশ করা প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।