এই তিনটির গ্যাঁড়াকলে পরে যখন বাবা-মা/ সন্তানদের মাঝে সম্পর্কের টানাপড়েন শুরু হয় তখন ওইসব বাবা-মা/ সন্তানদের কি বলবো বুঝে পাই না---!
শুধু দুইটা প্রশ্ন করতে পারি--
১/ যে বাবা-মায়েরা নিজেদের প্রয়োজনে দুনিয়াতে সন্তানের আগমন ঘটায়-
সময়ের পরিবর্তনে কিংবা কঠিন বাস্তবতার মুখোমুখিতে দাঁড়িয়ে বা পরিস্থিতির শিকার হওয়া একজন বেকার(চাকরি খুঁজে খুঁজে যে তার জুতার তলা খুইয়ে ফেলেছে) বা বিবাহযোগ্য সন্তান (বিয়ে হয়নি) কি করে তাদের কাছে বোঝা হয়-?
২/ যে বাবা-মা’য়ের বদৌলতে সন্তান এই দুনিয়ার রূপ দেখতে পায়-
রং- রস উপভোগ করতে পায় -
বৃদ্ধ বয়সে সেই অসহায় বাবা-মা’ই বা কি করে সন্তানের কাছে বোঝা হয়ে যায়---?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।