"যুদ্ধপাপীদের শাস্তি চাই"
আমার দুটো সিম (গ্রামীণ ও বাংলালিংক) অফিসিয়াল নম্বর হিসেবে দেয়া। তাই বেশ্ ঝামেলায় পরতে হয় সিম পরিবর্তন নিয়ে। তাই ভাবলাম ডুয়েল সার্কিট লাগাবো। গেলাম একটি মোবাইল মার্কেটে। যে দোকানেই যাই ৩৫০ টাকার নিচে সার্কিট নাই।
কী করি!!!
অনেক ঘোরা-ঘুরির পর একটা দোকানে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম ঢুকবো কীনা। হঠাৎ দোকানী হাঁক ডেকে ডাকলো আমাকে, "হুযুর ভিতরে আসেন" ..(!!!!!)
আমি কিংচিৎ ধিদ্বা নিয়ে ঢুকলাম। ভাবছেন আমাকে হুযুর ডাকছে কেন??? শোনেন তাহলে - শখে দাড়ি রেখেছি। চাপ দাড়ি, তাই সবার ভালো লাগে, নিজের কাছে তো বটেই।
নতুন দাড়ি রাখা তখন। তার উপর আমার প্রিয় পোষাক পরনে ছিল (খাদির পাঞ্জাবি)। কাঁধে ব্যাগ। চেহারা মাশাল্লাহ... নূরানী, নূরানী ভাব.. যেন দুনিয়ার কিছুই বোঝে না টাইপ আরকী।
যাই হোক, দোকানী কম রাখবে বলে কথা দিল।
তিনি বহু কষ্টে গ্রামীণ ও বাংলালিংক সিম ম্যাচ করিয়ে সেট-আপ করিয়ে দিলেন। মাঝখানে চা খাওয়ালেন।
তারপর ২৫০ টাকা নিলেন। আবার যেন আসিসেটা বারবার মনে করিয়ে দিলেন। বললেন "আপনাদের মত কাস্টমার আসলে ভালা লাগে"
খোঁজ নিয়ে জানলাম, ব্যাটা আমাকে আসল জিনিসই দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।