আমাদের কথা খুঁজে নিন

   

এটা খুশীর ও আশার খবর

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

নেপালে নিউজপ্রিন্ট কাগজ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বেসরকারী কোম্পানী শাহ্জালাল নিউজপ্রিন্ট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নতুন অধ্যায়ের সুচনা করেছে। Click This Link আমি শুভেচ্ছা জানাচ্ছি শাহজালাল নিউজপ্রিন্ট ইন্ডাষ্ট্রিজ লিঃ কোম্পানী কে। পরিবেশ পরিস্থিতি সুযোগ পেলে বাংলাদেশের মানুষ ভাল কিছু করতে পারে এটা আরও একবার প্রমাণিত হল। যদি এই কোম্পানী তাদের নিউজপ্রিন্ট কাগজের মান ধরে রাখতে পারে তবে প্রাথমিক ১০০/১৫০ টন থেকে বছরে সর্বোচ্চ ৫০০ টন হতে পারে। বাংলাদেশে গার্মেন্টেসের পাশাপাশি ঔষধ কোম্পানী গুলো যেমন স্কয়ারম বেক্সিমকো, একমি, এভেন্টিস নিজেরা গবেষণা করে অনেক ঔষধ নিজেরাই উদ্ভাবন করছে এবং প্রয়োজন বোধে বিদেশের বা বিদেশী কোম্পানীর মূল ফর্মূলা ক্রয় বা লভ্যাংশ অংশিদ্বারিত্বের ভিত্তিতে নিয়ে আসে।

ফলে বর্তমানে বাংলাদেশের ৯৮% ঔষধই বিদেশ থেকে আমদানীর প্রয়োজন পরে না। ঠিক এই ভাবে সম্ভাবনাময় কাগজ শিল্প সহ সকল ক্ষেত্রে বেসরকারী ভাবে এবং রাষ্ট্রের প্রয়োজনীয় পৃষ্ঠপশোকতায় গবেষণা ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ নিলে আরও আমাদের রপ্তানির খাত বাড়বে এবং আমদানী ব্যায়ও বহুলাংশে কমে যাবে। ছোট এলাকা বাংলাদেশের লোকসংখ্যা অত্যাধিক কিন্তু এর শ্রম বিশ্বের সিংহভাগ দেশ হতে সস্তা যা আমাদের অর্থনীতিকে অনেক সুবিধাজনক অবস্থায় এগিয়ে রেখেছে। বিশাল এই জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যাবস্থা আরও ব্যাপক করতে সরকার কে বিশেষ গুরুত্ব দিতে হবে। ইলেকট্রিসিটির যথেষ্ঠ উৎপাদন, যোগাযোগ ব্যাবস্থা সহজ করতে হবে।

সর্বপরি সরকারী ভাবে বিভিন্ন বৈজ্ঞানিক গবষেণা সহ, অর্থনীতি শিল্পের গবেষণার জন্য বিনিয়োগ আরো বাড়াতে হবে। পৃথিবীর সকল উন্নত দেশ প্রথমে রাষ্ট্রীয় ভাবেই গবেষণা করে শিল্প বিপ্লব সাধন করেছে। বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে থাকার কথা নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।