আমাদের কথা খুঁজে নিন

   

কতক ইসলামী পরিভাষার সংকীর্ণ বা ভূল অর্থ :: #১-মীলাদ

পজিটিভ

মীলাদ শব্দের অর্থ জন্মদিন। রাসূল (সঃ)-এর জন্মদিন পালন উপলক্ষে যে অনুষ্ঠান করা হয় তাকে মীলাদ মাহফিল বলা যেতে পারে। আশ্চর্যের বিষয় যে, আমাদের দেশে যে কোনো উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলকে মীলাদ-মাহফিল নাম দেয়া হয়। কোনো প্রতিষ্ঠান, সংগঠন, দোকান, বাড়ি ইত্যাদি উদ্বোধন করার সময় দুয়ার মাহফিল করার রেওয়াজ আছে। এসবের নাম দু'য়ার মাহফিল বলাই সঙ্গত ও সঠিক। সব দু'আর মাহফিলকে মীলাদ নামকরণ করা একেবারেই ভুল। আরো বিষ্ময়ের বিষয় যে, মৃতের জন্য দু'আর মাহফিলকেও মীলাদ বলা হয়। পিতার মৃত্যুদিবস পালন উপলক্ষে যে মাহফিল করা হয় এর নামও জন্মদিন (মীলাদ) রাখা কত হাস্যকর। (ধারাবাহিক: ১ম অংশ।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।