আমাদের কথা খুঁজে নিন

   

আশা (.../ ... /১৯৮৬)মরহুম গাজী ফরিদ আহমেদ

FROM MIRPUR DHAKA

তুমুল করতালী বক্তৃতা মঞ্চ, কুহুক আশায় মনে জাগায় রোমাঞ্চ রমনার বটমুল, ষ্টেডিয়াম গেট দুঃখভরা হতাশায় মাথা করে হেট। সারাদেশ ভরে আছে দুঃখ ভরা অন্যায় নেতারা ভাষাচ্ছে দেশ বক্তৃতা বন্যায়। স্তোক বাক্য ছলনায় মিথ্যা আশ্বাসে, নরক গুলজার করি বিষাক্ত নিঃশ্বাসে। আশায় নিরাশায় হয়ে জর্জরিত, জনতা নিঃস্প্রান, মুখ করি নত। বিদ্যা প্রসারের তরে আছে কত বই, দেশকে ভালবাসার সে মানুষ কই। তোমরা জাগিয়া উঠ উচু করি শির, দুর্জয় নির্ভিক দুঃসাহসী বীর। তোমাদের প্রানশক্তি দুর্দম আশেষ, জীবনের জয়গানে ভরে দাও দেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।