FROM MIRPUR DHAKA
যারা আজ -
আকাঁশে বাতাসে ভূধরে সলিলে
ফেলেছে শোষনের বিষ নিঃশ্বাস
আমি তাদের বিরুদ্ধে ভয়ংকর ধ্বংসাত্নক হুমকি।
যারা আজ -
কৃষকের পাটে আগুন
দুদর্শা গ্রস্থ শ্রমিকের দুঃস্বপ্ন
আমি তাদের বিরুদ্ধে শত জনমের গোমড়ানো
সুপ্ত বিদ্রোহ।
যারা আজ -
শকুনের মত খুটে খুটে খাচ্ছে আমাদের
যুব সমাজের ভীত
যারা ফুলের বুকে জ্বেলেছে আগুন,
শতর্স্ফুত সংগ্রামকে রুখতে খেলছে
রক্তের হোলি খেলা
আমি তাদের বিরুদ্ধে ছুড়ে দেব
অবাধ্য দুর্দম সাহসীর হাতিয়ার।
যারা আজ -
সমাজপতি, উচ্চবিত্ত অর্থলোভী শাসকরাজ
অথচ কলঙ্ক,
ছিল স্বাধীনতার অন্তরায়, জনকের হত্যাকারী
আমি তাদের নিরুদ্ধে নিজ হাতে খুরেছি
সমাধী।
যারা আজ -
আমার তোমার, স্বদেশের, স্বজাতির সকলের
অনিশ্চিত ভবিষ্যত, ক্ষুধার তাড়না,
মৃত্যুর ছোবল, অন্ধকারের করালগ্রাস, এমনকি পরাধীনতা
আমি তাদের বিরুদ্ধে, গড়ে তোলা অসংখ্য
বিক্ষুব্দ জনতার র্দুবার সাহসী আন্দোলনর
সাহসী পদক্ষেপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।