আমাদের কথা খুঁজে নিন

   

ভাত পায়না ... চা খায় ... ... সাইকেলে কইরা চান্দে যায় ।



... বলদের ভাব বাড়ছে ... গোয়াল ঘরে সোফা সেট রাইখা ভাবছে ড্রয়িং রুম বানায় ফেলছি । এহন'ও অনেক দেরীরে বলদ । কাচা পয়সায় ... স্যুট কিনা ভাবছো দুইপায়ে খাড়ায় গেছো । আবাল তো আবাল'ই আছে । মাজখান দিয়া এড দ্যাহায়া বানিজ্য ... দেশ‌ বদলাচ্ছে .. ভেশ‌ বদলাও ।

ভাত পায়না ... চা খায় সাইকেলে কইরা চান্দে যায় । গোয়ালে মশা কামরায়, বাছুর পাদ দ্যায় ... সব দোষ বর্ডারে ... চিকা মইরা পইরা আছে ... গন্ধ ... তাও দোষ বর্ডারের .. " কামান দাগাও .. স্যুটিং প্র্যাট্টিস করো বর্ডারে ... তাহলে গোয়াল অভ্যন্তরে পাদের দূর্গন্ধ উপোশম হবে । চিকা হাওয়াই মিঠাইয়ের মত মাটিতে গলিয়া যাইবে । " - আহারে বলদের বলদামী । এহন ? এহন কি করবা চান্দু ... তোমার ফোইট'কারা কি করতাছে .. কালা বিলাইরা হলিউডের লেটেস্ট ছবি কিনা আনছে ??? .. অপারেশন ক্যাম্নে কি করবো দিশা পাইতে হইবোনা !!! আজব তো !? হলিঊড না দেখলেতো উনারা এক'পাও আগাইতে পারেনা ।

ভালো থাক্‌ বলদ .. দুর্যোগ কাটায় উঠ্‌।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।