আমাদের কথা খুঁজে নিন

   

এলো শীত...শীতের সবচাইতে আনন্দঘন মুহুর্ত: সকাল

I realized it doesn't really matter whether I exist or not.

ভয়াবহ গরম থেকে অবশেষে রেহাই দিল প্রকৃতি। এলো শীতকাল। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম এবার শীতকাল আসবে কি না। তবে যাক, অবশেষে কিছুটা হলেও শীত পড়েছে। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে শীতকালের গ্রামবাংলার দৃশ্য।

কুয়াশাঘন প্রান্তর। সীমিত দৃষ্টি। এসব কিছুই বাংলাদেশের অপরূপ প্রকৃতির সঙ্গে জড়িত। সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার, এই বাংলাদেশ। আমার জীবনে শীতকাল মানেই মনে পড়ে গ্রামের দৃশ্য।

এ পর্যন্ত বহু শীতকাল গ্রামে কাটিয়েছি। মনে পড়ে, গত শীতকালও আমি আমার নানার বাড়ি কাটিয়েছি। শীতের সবচাইতে আরামের মুহুর্ত হলো রাতে ঘুমের মুহুর্ত। আর সবচাইতে আনন্দঘন মুহুর্ত হলো সকালের মুহুর্ত। আমাদের গ্রামের থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূর গ্রাম্য বাজার।

হেঁটেই যেতে হয়। সকালে নানীর বকা খেয়ে কম্বলের নিচ থেকে বেরিয়ে নাস্তা করে হেঁটে যেতাম বাজারে। এক কাপ চা খাওয়ার জন্য। আসলে চা খাওয়াটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো, সকালের মনোরম দৃশ্যটা একটু উপভোগ করা আর কুয়াশার মধ্য দিয়ে হেঁটে শরীরটাকে একটু পরিশ্রম করিয়ে নেয়া।

আমরা যারা বাংলাদেশে থাকি বা আগে থাকতাম এখন প্রবাসী হয়ে গেছি, তাদের প্রত্যেকের জীবনেই হয়তো শীতের সকাল নিয়ে স্মৃতিময় অনেক ঘটনা রয়েছে। আমার তেমন বিশেষ কোন ঘটনা মনে পড়ছে না অবশ্য। কারণ আমার স্মৃতিতে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে পড়ে, সেটা হচ্ছে শীতের সকালের অপূর্ব দৃশ্য ও অসাধারণ অনুভব। সত্যিই অপূর্ব! এখনও শীতকাল। কিন্তু ঢাকার কোটি কোটি দালানকোঠায় সেই অপূর্ব দৃশ্য অনুপস্থিত।

সেই দৃশ্য দেখতে যেতে হবে গ্রামের ছোঁয়ায়। মনে হচ্ছে, এবারও গ্রামে না গিয়ে পারবোনা। প্রকৃতির শীতকালের সকালের এই দৃশ্য আজো আমাকে টানে..দূর থেকে। যারা প্রবাসে থাকেন, তাদের বলছি, সত্যিই মিস করছেন বাংলাদেশকে। বিদেশে হয়তো আরো দারুণ প্রাকৃতিক দৃশ্য আছে।

কিন্তু আমার মতে বাংলাদেশ ইজ দ্য বেস্ট। হাজার হোক, জন্মভূমি তো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।