আমার শোকে ছড়িয়ে দিও অশোক ফুলের লাল,
এসো বন্ধু এসো এই ছাগল দানের দেশে,
বরিশালের লঞ্চে চড়ে মৃত্যু ভালবেসে।
এসো বন্ধু এসো এই পিআরএসপি'র দেশে,
লেংটা পুটু লটকে মরো পভার্টি লাইন ঘেষে।
এসো বন্ধু এসো এই শাপলা ফোটা দেশে,
কাথা-বালিশ সুদ্ধ যাবে বানের জলে ভেসে।
এসো বন্ধু এসো এই কোবরা-চিতার দেশে,
অন্ধকারে প্রাণটা যাবে ক্রস-ফায়ারে ফেসে।
এসো বন্ধু এসো এই উন্নয়নের দেশে,
অনাহারে মরার আগে লাবরা খাবে হেসে।
এসো বন্ধু এসো এই ডেমক্রেসির দেশে,
দলাদলির যাঁতাকলে পাউডার হবে শেষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।