আমাদের কথা খুঁজে নিন

   

কথা ছিলো নদী হবো, হলাম পুকুর

আলো অন্ধকারে যাই...

(আমার ডায়েরীর পাতায় ছোট ছোট সব লেখা। দু'লাইন, চারলাইন। একটু লিখেই আর লিখতে ইচ্ছে করে না। ) ইটের পাজরে দেহ, মনে অভিমান এক থলে ভুল কিনে নিস্তেজ প্রাণ কথা ছিলো নদী হবো, হলাম পুকুর বিকেলে সূর্য উঠে, আঁধার দুপুর ।। (২৩ সেপ্টেম্বর, ০৮) থামলো গান, উঠলো হাওয়া কেঁপে অন্ধকারে তোমায় নিয়েছি মেপে অশরীরি তুমি, মনের ছায়ায় তোমার ছবি আমি কাকতাড়ুয়া, আমি তোমার জন্য কবি (২৪ অগাস্ট, ০৮) আকাশে ধুলো ওড়ে, মেঘ ভেজা মাটি পচা ঘ্রান কালো রাতে, আজো আমি খাঁটি (২৭ অক্টোবর, ০৮)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।