sawhir@yahoo.com
মি. বুশ ও আমি,
আমি: বুশ সাহেব আপনি ত নির্বাচনে হারলেন, আপনার অনুভুতি কি?
বুশ: আর কি, কারচুপি কইরা আমাকে হারানো হয়েছে এই কথা কমুনা আপনেগো বাংলাগিগো মত।
আমি: তয় হারলেন ক্যামনে?
বুশ: ইরাকের বেপারটা আমাকে হারায়েছে।
আমি: ক্যামনে?
বুশ: তেল আনবার গিয়া, তেল মারতে ভুইলা গেছি তাই!
আমি: ও আচ্ছা, নেক্সট প্লান কি?
বুশ: ওবামারে দিয়া বাংলাদেশে যুদ্ধ লাগামু, ইলেকশনের সময় আনেক লাফাইছে বাংগালী।
আমি: ইরাকে যুদ্ধ লাগাইয়া ত ভাল তেল কামাইছেন, বাংলাদেশে যুদ্ধ লাগাইলে ত কিছুই পাইবেন না।
বুশ: পামু না মানে, অনেক কিছু পামু।
আমি: যেমন
বুশ: গ্যাস
আমি: ও গ্যাস নেওনের লাইগ্গা আমনে যুদ্ধ লাগায়া দিবেন।
বুশ: হুম!!
আমি: তাইলে যুদ্ধ লাগায়া দেন!
বুশ: যুদ্ধ লাগানো কি মুখের কথা।
আমি: ক্যান, ইরাক যুদ্ধ ত মুখের কথা।
বুশ: তখন ত আমি ছিলাম রাজা, আর এখন হইলাম প্রজা এখন চামে লাগাইতে হইবো, গিরিংগি কইরা লাগাইতে হইব। এর লাইগা, পরামর্শ লাগব, আমি সিলেক্ট করছি তাকের ভাইকে।
হেয় অনেক গিরিংগি বাজ হুনছি। ক্যামনে জানি চামে কয়েক দিন পর পর সব জিনের দাম বাড়ায়া দেয়, আর বহুত ফায়দা লয়।
(ধুম ধাম, বোমা ফাটতাছে মনে হইতাছে, ভাআআআআগো)
-কাল্পনিক-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।