আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো ব্লগ: কর্তৃপক্ষের ভূত ঘাড়ে

সকল অন্ধকারের হোক অবসান

প্রথম আলো প্রথমত একখানা দৈনিক, যার নাম ধার নেয়া হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাস `প্রথম আলো' থেকে। এখন প্রআ কর্তৃপক্ষ একখানা ব্লগ বানিয়েছেন। যুগের চাহিদা বলে কথা। যাই হোক, সেখানে দেখি আকছারই লেখা নিষিদ্ধ হচ্ছে। আমার নিজেরও দুই দুইটা লেখা একেবারে গায়েব করে দেয়া হয়।

প্রথম লেখাটা গায়েব হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বলা হয়...সেটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে...লেখাটি ছিলো তত্ত্বাবধায়ক সরকারকে বাঁশ দিয়ে লেখা। যাইহোক, দ্বিতীয় লেখাটিও বেমালুম গায়েব। এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্যও নেই। হতে পারে সেটি যান্ত্রিক কিংবা অযান্ত্রিক কিন্তু প্রআ ব্লগে একের পর এক লেখা নিষিদ্ধ হচ্ছেই। এর কিছু কারণ আমি বের করেছি।

সেগুলো হলো: প্রআ নিজে একটা পত্রিকা এবং সর্বাধিক প্রচারিত পত্রিকা, মানুষজন বিভিন্ন কারণে পত্রিকাটিকে সন্দেহ করে আবার পছন্দও করে। কাজেই পত্রিকার পক্ষে বিপক্ষে প্রচুর লোক আগে থেকেই ছিলো। এখন ব্লগ হলো মুক্ত মতামত প্রকাশের জমিন। পত্রিকা যখন ব্লগের কর্তৃপক্ষ হয় তখন সেই ব্লগে ঐ পত্রিকা সম্পর্কে বা স্বার্থ-বিরোধী কোনো লেখা মুক্তভাবে প্রকাশ করা সংশ্লিষ্টদের কষ্টকর হয়ে দাঁড়ায়। যার ফল এইসব নিষিদ্ধকরণ।

এখন কথা হলো- যদি আপনারা ব্লগের মুক্ত প্রকাশকে মেনে নাই নিতে পারেন তাহলে ব্লগ প্রতিষ্ঠার দরকার কি ছিলো? শুধু আপনাদের সুরে যারা কথা বলবে তাদের কথা লিখবেন? আপনাদের স্বার্থ বিরোধী কথা এলেই গায়েব কিংবা নিষিদ্ধ? এটা কি আসলে ব্লগিং? যতদূর জানি, কটু মন্তব্য ও গালাগালি না করে মুক্ত চিন্তা প্রকাশ করার জন্যই ব্লগের খ্যাতি বৃদ্ধি পেয়েছে। পত্রিকার পলিসি যদি ব্লগে আরোপ করা হয় তাহলে সেটা কি ব্লগ থাকে, না পত্রিকার বর্ধিত রূপ হয়?? ব্লগের ঘাড়ে যদি কর্তৃপক্ষ সিন্দাবাদের ভূতের মতো সওয়ার হয় তাহলে এ ব্লগ বন্ধ করে দেয়াই ভালো। আর আমি মনে করি ব্লগের হওয়া উচিৎ স্বতন্ত্র, ব্লগ কোনো পত্রিকা বা গোষ্ঠীর না হওয়াই ভালো। তাহলে সব মতবাদের মানুষই মন খুলে লিখতে বা ব্লগিং করতে পারবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।